ছাত্রের গালে চিমটি কাটায় শিক্ষিকাকে জরিমানা ৫০ হাজার টাকা!
চেন্নাইয়ের এক শিক্ষিকা ছাত্রের গাল ধরে
টেনে শাস্তি দেয়ায় মাসুল দিতে হচ্ছে ৫০ হাজার রুপি! ভারতীয় নগরী চেন্নাইয়ের
কেসারি উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রের গালে চিমটি কেটে শাস্তি দেয়ায় ২০১২
সালে অভিযুক্ত হন মেহেরুনিসা নামের এক শিক্ষিকা। ছাত্রের মা মানবধিকার
কমিশনে অভিযোগ করেন। ২০১৩ মে, কমিশন স্কুলের উপর এক হাজার টাকা জরিমানা
ধার্য করেন মানবাধিকার লঙ্ঘন করার জন্য। এরপর ছাত্রের মা স্কুল থেকে
ট্রান্সফার সার্টিফিকেট আবেদন করেন। কিন্তু ছাত্রকে টিসি দিতে দেরি করে
স্কুল কর্তৃপক্ষ।
মানবাধিকারের শাস্তি জরিমানা ও স্কুল কর্তৃপক্ষের ব্যবহার অপছন্দ হওয়ায় ছাত্রের মা দ্বারস্থ হন হাইকোর্টে। বৃহস্পতিবার প্রধান বিচারক সঞ্জয় কিষান কৌল ও এম সত্যনারায়ণনের তত্ত্বাবধানের প্রথম বেঞ্চে শিক্ষিকাকে নির্দেশ দেন অনেক দিন ধরে চলা বিচারাধীন মামলাকে আপসে মিটিয়ে নিতে। তবে তার মূল্য দিতে হবে শিক্ষিকাকে ৫০ হাজার রুপি!
মানবাধিকারের শাস্তি জরিমানা ও স্কুল কর্তৃপক্ষের ব্যবহার অপছন্দ হওয়ায় ছাত্রের মা দ্বারস্থ হন হাইকোর্টে। বৃহস্পতিবার প্রধান বিচারক সঞ্জয় কিষান কৌল ও এম সত্যনারায়ণনের তত্ত্বাবধানের প্রথম বেঞ্চে শিক্ষিকাকে নির্দেশ দেন অনেক দিন ধরে চলা বিচারাধীন মামলাকে আপসে মিটিয়ে নিতে। তবে তার মূল্য দিতে হবে শিক্ষিকাকে ৫০ হাজার রুপি!
No comments