এই দিনে-ওরাও নতুন স্বপ্ন বোনে by শারমিন নাহার
সকাল ছয়টা। তখনো সূর্য ওঠেনি। ডাইনিংরুমের চেয়ার টানা ও প্লেট-গ্লাসের শব্দ ঠিকই শোনা যাচ্ছে আবাসিক হলের পাঁচতলা থেকে। থেকে থেকে কেউ একজন হয়তো হাঁক দিচ্ছে, কাজটা যেন ঠিকমতো করা হয়। অগত্যা ঢুলুঢুলু চোখে ঘুম থেকে উঠে পড়তে হয় ওদের। কাজে হাত লাগাতে হয়। সকাল সোয়া সাতটা থেকে ডাইনিংয়ে খাবার দেওয়া শুরু।
তাই ভোরে ওদের তাড়াহুড়া করে উঠতে হয়। এই চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের। এরই মধ্যে খাবার খেতে এসে কেউ হয়তো বলে, ‘পারভেজ, চা দিয়ে যাও।’ অন্যদিকে আরেক টেবিল থেকে জোর গলায় ডাকছে, ‘পারভেজ, আমার চা কোথায়?’ ছোট্ট পারভেজ ততক্ষণে দিশেহারা না হয়ে সামলে নেয়। মুখে একপশলা হাসি টেনে ঠিকই সবার মন রক্ষা করে কাজ করে।
এই সকালে আট বছর বয়সী ছোট্ট পারভেজের বই হাতে স্কুলে ছোটার কথা। এর পরিবর্তে পারভেজ ব্যস্ত সবার খাবার দিতে। পারভেজকে ডেকে কাছে বসাই। প্রশ্ন করি, কত দিন এখানে? নিজের হাতের নখ খুঁটতে খুঁটতে উত্তর দেয়, ‘এক বছর হইল। তয় এইবার ছুটিতে দ্যাশে জামুগা। দ্যাশে গিয়া লেখাপড়া করুম, মানুষ হমু।’
তাহলে কেন এসেছিলে, কাজে?
পারভেজের চোখ চকচক করছে। ওর সচকিত উত্তর, ‘বোঝেন না কেন, কামে আইছিলাম প্যাডের দায়ে। আমি আর কাম করুম না। এইহানে খাওনের ঝামেলা নাই। কিন্তু পড়ালেখা কইরা মানুষ হমু। মা কয় ডাক্তার হবি। আর ডাক্তার হইতে গেলে তো ম্যালা পড়ালেখা দরকার।’
পারভেজ স্বপ্ন দেখে সে জমির আল ধরে হেঁটে যাচ্ছে স্কুলের দিকে। হাতে বই আর চোখে বড় মানুষ হওয়ার স্বপ্ন।
ধানমন্ডি ৮ নম্বর লেকের ব্রিজের ধারেই হেঁটে বেড়ায় নানা বয়সী শিশু। কেউ বোতল টোকায়, কেউ বা চকলেট বিক্রি করে, আবার কেউ বাদাম বিক্রি করে। এই কচি মুখগুলোর হয়তো স্কুলে যাওয়ার কথা ছিল; কিন্তু তার বদলে হাতে তুলে নিয়েছে কাজ। রোজগার করছে আর পুরোদস্তুর চালিয়ে নিচ্ছে একটা সংসার।
পানি খেয়ে বোতলটা ফেলেছি, এরই মধ্যে ছুটে আসে ছোট্ট এক শিশু, কাঁধে ঝোলা। বোতলটা পেয়েই ঝোলায় পুরে ফেলে। কাছে ডাকতেই ভয় পেয়ে যায়, পাছে বোতল নেওয়ার অভিযোগে দণ্ড পেতে হয়! অভয় দিয়েই ডাকি, নাম কী? ভীত চোখেই উত্তর দেয়, ‘ডাক নাম তারেক আর ভালো নাম তারেকুল ইসলাম। মাদ্রাসার সবাই আমারে তারেক নামেই ডাকে।’ বোঝা যাচ্ছে, তারেক মাদ্রাসার শিক্ষার্থী।
থাকো কোথায়?
রায়েরবাজার, আমি, মা আর ছোড বইন।
প্রতিদিন কত টাকা হয়?
তারেকের সোজাসাপটা উত্তর, ‘ব্যাচতে পারলে ১০০ টাকা থাকে। তয় সাবেরা বুতল (পানির বোতল) বেশি খাইলে বেশি পাই।’ এরই মধ্যে হাসান এসে হাজির। নিজে থেকেই গল্প বলতে থাকে হাসান। ‘আগে আমি বোতল বেচতাম, তয় অহন চকলেট বেচি। কন আপা, চকলেট বেচা ভালো কাম না? তয় দুফুরে খিদা লাগলে আমি মাঝেমইদ্যে দুইডা খাইয়া ফালাই।’
হাসানের কোনো স্বপ্ন আছে?
সামনের বড় দুই দাঁত বের করে বলে, ‘আছে না! তয় কব না।’
রীনা ডাকতে থাকে হাসান আর তারেককে, ‘বেলা বাড়তাছে। অহন কথা বাদ দিয়া কামে আয়।’ রীনা ওদের সঙ্গী, ওদের সঙ্গে অভিভাবকসুলভ আচরণ করে। ওদের সঙ্গে কথা বলে জানা যায়, ওদের সবার স্বপ্ন আছে এবং তা হলো বড় সাবগো মতো হওয়া।
গুলিস্তানের সিয়ামের স্বপ্নটা অবশ্য আলাদা। বাবার সঙ্গেই সে জুতা সেলাই আর কালি দেওয়ার কাজ করে। সিয়াম বলে, ‘থ্রি পর্যন্ত পড়ছি। আর পড়ব না। অহন জুতার কাজটা ভালোভাবে করতে চাই।’
আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। অথচ আমাদের দেশে কর্মে নিয়োজিত শিশুর সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে। শিশুশ্রমিকের সংখ্যা ৭৪ লাখ। আর এসব শিশুর একটি বড় অংশ ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত। এরাও স্বপ্ন দেখে বড় মানুষ হওয়ার, তবে কারও কারও স্বপ্ন বাস্তবে রূপ পাওয়ার আগেই ঝরে যায়।
শারমিন নাহার
এই সকালে আট বছর বয়সী ছোট্ট পারভেজের বই হাতে স্কুলে ছোটার কথা। এর পরিবর্তে পারভেজ ব্যস্ত সবার খাবার দিতে। পারভেজকে ডেকে কাছে বসাই। প্রশ্ন করি, কত দিন এখানে? নিজের হাতের নখ খুঁটতে খুঁটতে উত্তর দেয়, ‘এক বছর হইল। তয় এইবার ছুটিতে দ্যাশে জামুগা। দ্যাশে গিয়া লেখাপড়া করুম, মানুষ হমু।’
তাহলে কেন এসেছিলে, কাজে?
পারভেজের চোখ চকচক করছে। ওর সচকিত উত্তর, ‘বোঝেন না কেন, কামে আইছিলাম প্যাডের দায়ে। আমি আর কাম করুম না। এইহানে খাওনের ঝামেলা নাই। কিন্তু পড়ালেখা কইরা মানুষ হমু। মা কয় ডাক্তার হবি। আর ডাক্তার হইতে গেলে তো ম্যালা পড়ালেখা দরকার।’
পারভেজ স্বপ্ন দেখে সে জমির আল ধরে হেঁটে যাচ্ছে স্কুলের দিকে। হাতে বই আর চোখে বড় মানুষ হওয়ার স্বপ্ন।
ধানমন্ডি ৮ নম্বর লেকের ব্রিজের ধারেই হেঁটে বেড়ায় নানা বয়সী শিশু। কেউ বোতল টোকায়, কেউ বা চকলেট বিক্রি করে, আবার কেউ বাদাম বিক্রি করে। এই কচি মুখগুলোর হয়তো স্কুলে যাওয়ার কথা ছিল; কিন্তু তার বদলে হাতে তুলে নিয়েছে কাজ। রোজগার করছে আর পুরোদস্তুর চালিয়ে নিচ্ছে একটা সংসার।
পানি খেয়ে বোতলটা ফেলেছি, এরই মধ্যে ছুটে আসে ছোট্ট এক শিশু, কাঁধে ঝোলা। বোতলটা পেয়েই ঝোলায় পুরে ফেলে। কাছে ডাকতেই ভয় পেয়ে যায়, পাছে বোতল নেওয়ার অভিযোগে দণ্ড পেতে হয়! অভয় দিয়েই ডাকি, নাম কী? ভীত চোখেই উত্তর দেয়, ‘ডাক নাম তারেক আর ভালো নাম তারেকুল ইসলাম। মাদ্রাসার সবাই আমারে তারেক নামেই ডাকে।’ বোঝা যাচ্ছে, তারেক মাদ্রাসার শিক্ষার্থী।
থাকো কোথায়?
রায়েরবাজার, আমি, মা আর ছোড বইন।
প্রতিদিন কত টাকা হয়?
তারেকের সোজাসাপটা উত্তর, ‘ব্যাচতে পারলে ১০০ টাকা থাকে। তয় সাবেরা বুতল (পানির বোতল) বেশি খাইলে বেশি পাই।’ এরই মধ্যে হাসান এসে হাজির। নিজে থেকেই গল্প বলতে থাকে হাসান। ‘আগে আমি বোতল বেচতাম, তয় অহন চকলেট বেচি। কন আপা, চকলেট বেচা ভালো কাম না? তয় দুফুরে খিদা লাগলে আমি মাঝেমইদ্যে দুইডা খাইয়া ফালাই।’
হাসানের কোনো স্বপ্ন আছে?
সামনের বড় দুই দাঁত বের করে বলে, ‘আছে না! তয় কব না।’
রীনা ডাকতে থাকে হাসান আর তারেককে, ‘বেলা বাড়তাছে। অহন কথা বাদ দিয়া কামে আয়।’ রীনা ওদের সঙ্গী, ওদের সঙ্গে অভিভাবকসুলভ আচরণ করে। ওদের সঙ্গে কথা বলে জানা যায়, ওদের সবার স্বপ্ন আছে এবং তা হলো বড় সাবগো মতো হওয়া।
গুলিস্তানের সিয়ামের স্বপ্নটা অবশ্য আলাদা। বাবার সঙ্গেই সে জুতা সেলাই আর কালি দেওয়ার কাজ করে। সিয়াম বলে, ‘থ্রি পর্যন্ত পড়ছি। আর পড়ব না। অহন জুতার কাজটা ভালোভাবে করতে চাই।’
আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। অথচ আমাদের দেশে কর্মে নিয়োজিত শিশুর সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে। শিশুশ্রমিকের সংখ্যা ৭৪ লাখ। আর এসব শিশুর একটি বড় অংশ ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত। এরাও স্বপ্ন দেখে বড় মানুষ হওয়ার, তবে কারও কারও স্বপ্ন বাস্তবে রূপ পাওয়ার আগেই ঝরে যায়।
শারমিন নাহার
No comments