এ বক্তব্য গ্রহণযোগ্য নয়: স্পিকার-বাজেট পর্যালোচনায় খালেদার সমালোচনা করে অর্থমন্ত্রীর বক্তব্য

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল রোববার জাতীয় সংসদে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের বাজেট পর্যালোচনার সময় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। পরে স্পিকার আবদুল হামিদ বলেছেন, অর্থমন্ত্রীর এই বক্তব্য গ্রহণযোগ্য নয়।


অর্থমন্ত্রী গতকাল ২০১১-১২ অর্থবছরের ষাণ্মাসিক পর্যালোচনা তুলে ধরেন। বিশ্লেষণের প্রায় শুরুতে তিনি মার্চ মাসে বিরোধী দলের কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি বলেন, সরকারের বিরোধিতা অবশ্যই করা যায়। কিন্তু খালেদা জিয়ার উদ্যোগ বিধিবহির্ভূত। তিনি দুবার দেশের কর্ণধার ছিলেন। কিন্তু তাঁর আমল লুটপাটের আমল ছিল। নীতি-বিবর্জিত, নজিরবিহীন মিথ্যাচার হয়েছে। দুর্নীতিতে দেশ ভরে গিয়েছিল। তিনি জঙ্গিদের লালনপালন করেছিলেন। তিনি একবারও অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে পারেননি।
আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বিরোধী দলের নেতা এ দেশের অগ্রগতিকে রুখে দিতে চান। তাঁর সমস্যা হলো, তিনি গণতন্ত্রে বিশ্বাস করেন না। তিনি সংসদে এসে নিরপেক্ষ নির্বাচনের প্রস্তাব দিতে পারেন। অনাস্থা আনতে পারেন। কিন্তু তিনি তা না করে দেশে নৈরাজ্য তৈরি করছেন।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘আগামীকাল (আজ সোমবার) তিনি যে উদ্যোগ নিয়েছেন তা নৈরাজ্য সৃষ্টি করার জন্য। তিনি তাঁর দুই ছেলে ও যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য মাঠে নেমেছেন। আমার মনে হয় তিনি স্বরূপে আবির্ভূত হয়েছেন।’
বাজেট পর্যালোচনা শেষ হওয়ার পর অর্থমন্ত্রীর উদ্দেশে স্পিকার বলেন, ‘প্রতিবেদন উপস্থাপন করতে গিয়ে আপনি যে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, তা প্রাসঙ্গিক নয়। তবে আপনার বক্তব্যকে অসংসদীয় বলা যাবে না। আপনি আমাদের সবচেয়ে সিনিয়র। আপনাকে জুনিয়ররা অনুসরণ করবে। বিরোধী দলের কর্মকাণ্ডের কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে—এমন বক্তব্য আপনি দিলে তা গ্রহণ করা যেত। কিন্তু প্রতিবেদন উপস্থাপন করতে গিয়ে এ ধরনের বক্তব্য সঠিক হয়েছে বলে আমি মনে করি না। এটা গ্রহণযোগ্য নয়।’
এ সময় সরকারি দলের আলী আশরাফ দাঁড়িয়ে কিছু বলতে চাইলে স্পিকার তাঁকে সুযোগ দেননি। স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম দাঁড়ালে তাঁকেও সুযোগ না দিয়ে স্পিকার বলেন, ‘আমি বক্তব্য দিয়েছি, এরপর আপনার বক্তব্য দেওয়ার কিছু নেই। দয়া করে বসে পড়ুন।’ এরপর স্পিকার মাগরিবের আজানের বিরতি দেন।

No comments

Powered by Blogger.