জাপান ওপেনের ফাইনালে মুখোমুখি নাদাল-মারে
পঞ্চদশ শতকে বিশাল নৌবহর নিয়ে ইংল্যান্ড আক্রমণ করেছিল স্পেন, উদ্দেশ্য রানি এলিজাবেথকে সিংহাসন থেকে সরানো। জাপান ওপেনের ফাইনালে এই দুই দেশেরই প্রতিনিধি থাকলেও সমীকরণটা গেছে উলটে। এখানে সিংহাসনে স্পেনের রাফায়েল নাদাল, টোকিওর এই টেনিস আসরের বর্তমান চ্যাম্পিয়ন। আর তাঁকে চ্যালেঞ্জ জানাবেন ব্রিটেনের অ্যান্ডি মারে, ভালো খেলেও শিরোপা যাঁর থেকে যায় অধরা।শনিবারের সেমিফাইনালে দুজনই অবশ্য প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছেন সরাসরি সেটে।
নাদাল খেলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের মার্ডি ফিশের বিপক্ষে, প্রথম সেটে ৭-৫ গেমের ঘাম ঝরানো জয় পেলেও দ্বিতীয় সেটে ফিশকে ৬-১ গেমে স্রেফ উড়িয়ে দিয়েছেন এই স্প্যানিয়ার্ড। অন্য সেমিফাইনালে মারের কাছে নাদালের স্বদেশি ডেভিড ফেরারের অসহায় আত্মসমর্পণ, মারে জিতেছেন ৬-২, ৬-৩ গেমে। বেইজিংয়ে চায়না ওপেনের পুরুষ এককের ফাইনালে উঠেছেন ক্রোয়েশিয়ার মারিন সিলিচ। সেমিফাইনালে তিনি ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন স্বদেশি ইভান লুবচিচকে। ফাইনালে সিলিচ খেলবেন ফ্রান্সের জো উইলফ্রায়েড সংগা ও চেক প্রজাতন্ত্রের টমাস বারডিচের মধ্যকার জয়ীর সঙ্গে। মহিলা এককে মনিকা নিকুলেস্কুকে ৬-২, ৬-০ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন সার্বিয়ার আন্দ্রেয়া পেতকোভিচ। শিরোপার লড়াইতে তাঁর প্রতিপক্ষ পোল্যান্ডের আগনিয়েস্কা রাদওয়ানেস্কা। সেমিফাইনালে তিনি ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন ইতালির ফ্লাভিয়া পেনেত্তাকে। এপি
No comments