জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজ খুলছে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১০ দিন বন্ধ থাকার পর আজ রবিবার আবার খুলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের ২৭(৪) ধারা বাতিলের ঘোষণা দেওয়ায় তাঁকে ধন্যবাদ জানিয়ে ক্যাম্পাসে আজ সকাল ১১টায় আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আগেই দাবি আদায় হওয়ায় গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থী, বাম ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক কর্মীদের সংহতি সমাবেশ হয়নি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় আইন ২৭(৪) ধারা সংশোধনের ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরীকে ধন্যবাদ জানাতে আজ এক আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
No comments