দুই সপ্তাহের সফরে পাকিস্তানে শাহরিয়ার কবীর
বিশিষ্ট লেখক, সাংবাদিক, চিত্রনির্মাতা ও মানবধিকারকর্মী শাহরিয়ার কবীর পাকিস্তানের নাগরিক সমাজের নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের জন্য দুই সপ্তাহের সফরে বেরিয়েছেন। ইতিমধ্যে তিনি করাচি, ইসলামাবাদ, পেশোয়ার ও লাহোরে নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনের নেতা এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।শুক্রবার টেলিফোনে কালের কণ্ঠের এই প্রতিবেদকের সঙ্গে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে পাকিস্তান সফররত একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবীর জানান, তিনি গত বৃস্পতিবার ইসলামাবাদে পাকিস্তানের আন্তধর্ম সমন্বয় এবং সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আকরাম মসিহ গিলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে তাঁরা দুই দেশের ধর্মীয় সংখ্যালঘু সমপ্রদায়ের অবস্থা এবং ধর্মীয় মৌলবাদের উত্থানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ২০০১ সালের নির্বাচনের পর বিএনপি-জামায়াত জোট সরকার বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সমপ্রদায়ের এবং ধর্মনিরপেক্ষ রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীদের ওপর নজিরবিহীন নির্যাতন চালানোর কথা শাহরিয়ার কবীর পাকিস্তানের সংখ্যালঘুমন্ত্রীকে অবহিত করেন।
No comments