সরকার গঠনের লক্ষ্যে আগামী সপ্তাহে হামাস-ফাতাহ বৈঠক
অন্তর্বর্তী সরকার গঠনের লক্ষ্যে ফিলিস্তিনের দুই গোষ্ঠী হামাস ও ফাতাহ ১৪ জুন মিসরের রাজধানী কায়রোতে বৈঠকে বসবে। গতকাল বুধবার হামাসের কর্মকর্তা ইজ্জাত আল-রাসেক এক বিবৃতিতে এ কথা জানান।
বিবৃতিতে বলা হয়, গত মাসে হামাস ও ফাতাহর মধ্যে স্বাক্ষরিত সংহতি চুক্তি বাস্তবায়নের বিষয়ে ওই বৈঠকে আলোকপাত করা হবে। এক বছরের মধ্যে ফিলিস্তিনের পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকার গঠনের লক্ষ্যে গোষ্ঠী দুটি ওই চুক্তি সই করে।
গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ফিলিস্তিনের প্রধানমন্ত্রী কে হবেন—এ বিষয়ে হামাস ও ফাতাহর মধ্যে এখনো আলোচনা চলছে। তবে হামাসের আপত্তি সত্ত্বেও ফাতাহর প্রধান ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বর্তমান প্রধানমন্ত্রী সালাম ফায়েদকে সমর্থন দিয়ে যাচ্ছেন।
বিবৃতিতে বলা হয়, গত মাসে হামাস ও ফাতাহর মধ্যে স্বাক্ষরিত সংহতি চুক্তি বাস্তবায়নের বিষয়ে ওই বৈঠকে আলোকপাত করা হবে। এক বছরের মধ্যে ফিলিস্তিনের পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকার গঠনের লক্ষ্যে গোষ্ঠী দুটি ওই চুক্তি সই করে।
গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ফিলিস্তিনের প্রধানমন্ত্রী কে হবেন—এ বিষয়ে হামাস ও ফাতাহর মধ্যে এখনো আলোচনা চলছে। তবে হামাসের আপত্তি সত্ত্বেও ফাতাহর প্রধান ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বর্তমান প্রধানমন্ত্রী সালাম ফায়েদকে সমর্থন দিয়ে যাচ্ছেন।
No comments