শেখ রাসেলকে জরিমানা
গত ৬ মে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ম্যাচ চলাকালে রেফারি ও সহকারী রেফারির সঙ্গে বাদানুবাদ এবং তাঁদের দিকে চেয়ার ছুড়ে মারার ঘটনায় শাস্তি পেতে হলো শেখ রাসেল ক্রীড়াচক্রকে। কাল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি শেখ রাসেল ক্রীড়াচক্রকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। ক্লাবের কর্মকর্তা হাবিবুর রহমানকে তিন মাস এবং একই সঙ্গে আরেক কর্মকর্তা শাহজাহান কবিরকে এক মাসের জন্য ফুটবল অঙ্গনে নিষিদ্ধও করা হয়েছে। ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার জন্য শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নূরুল আলম চৌধুরী ও ক্লাবকেও সতর্ক করা হয়েছে।
No comments