ঢাকা আসবে পূর্ণশক্তির আর্জেন্টিনা-নাইজেরিয়া
বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে সেপ্টেম্বর মাসের জন্য। বাফুফে আগেই নিশ্চিত করেছে আগামী ৬ সেপ্টেম্বর ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম মাতাবেন মেসি-তেভেজরা। তবু কেন যেন ব্যাপারটি বিশ্বাস হতে চাচ্ছে না অনেকেরই। পুরো ব্যাপারটির মধ্যেই যে কেমন একটা ঘোর লাগা স্বপ্ন মিশে রয়েছে। ঢাকার মাঠে আর্জেন্টিনা! এ যে একসময়ের অলীক স্বপ্ন। তবে অর্থ খরচে যে অনেক কিছুই হয়, অনেক স্বপ্নই বাস্তবে রূপ লাভ করে, সেটা খুব সম্ভবত প্রমাণ করেই দিচ্ছেন বাফুফে সভাপতি ও বাংলাদেশের ফুটবল কিংবদন্তি কাজী সালাউদ্দিন।
সেপ্টেম্বরের ৬ তারিখে ঢাকায় আর্জেন্টিনার সঙ্গে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে নাইজেরিয়া। ব্যাপারটি পুরোপুরি নিশ্চিত করেছে নাইজেরিয়ান ফুটবল ফেডারেশন। নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের (এনএফএফ) সাধারণ সম্পাদক মুসা আমাদু এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা নিশ্চিতভাবেই আর্জেন্টিনার সঙ্গে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশের রাজধানী ঢাকায় যাচ্ছি। আগামী ৬ সেপ্টেম্বর সেখানে ম্যাচটি অনুষ্ঠিত হবে।’ তিনি আরও বলেছেন, ‘এই ম্যাচটি খেলার জন্য সম্ভব সব ধরনের কাগজপত্র সইটই করাও শেষ। আমরা এখন সেই দিনটির অপেক্ষায় রয়েছি।’
মুসা আমাদু আরও বলেন, ‘আর্জেন্টিনা ও নাইজেরিয়া দুটি দলই পূর্ণশক্তির দল নিয়ে বাংলাদেশে যাবে। দুটি দলেই শীর্ষ তারকারা খেলবেন।’
গত সপ্তাহেই আর্জেন্টিনার দ্বিতীয় সারির দলকে ৪-১ ব্যবধানে হারিয়ে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ নিয়েছে নাইজেরিয়া।
সেপ্টেম্বরের ৬ তারিখে ঢাকায় আর্জেন্টিনার সঙ্গে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে নাইজেরিয়া। ব্যাপারটি পুরোপুরি নিশ্চিত করেছে নাইজেরিয়ান ফুটবল ফেডারেশন। নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের (এনএফএফ) সাধারণ সম্পাদক মুসা আমাদু এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা নিশ্চিতভাবেই আর্জেন্টিনার সঙ্গে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশের রাজধানী ঢাকায় যাচ্ছি। আগামী ৬ সেপ্টেম্বর সেখানে ম্যাচটি অনুষ্ঠিত হবে।’ তিনি আরও বলেছেন, ‘এই ম্যাচটি খেলার জন্য সম্ভব সব ধরনের কাগজপত্র সইটই করাও শেষ। আমরা এখন সেই দিনটির অপেক্ষায় রয়েছি।’
মুসা আমাদু আরও বলেন, ‘আর্জেন্টিনা ও নাইজেরিয়া দুটি দলই পূর্ণশক্তির দল নিয়ে বাংলাদেশে যাবে। দুটি দলেই শীর্ষ তারকারা খেলবেন।’
গত সপ্তাহেই আর্জেন্টিনার দ্বিতীয় সারির দলকে ৪-১ ব্যবধানে হারিয়ে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ নিয়েছে নাইজেরিয়া।
No comments