রোনালদোর পায়ে সোনার জুতো
৫৩-৫৩। মৌসুমের শেষে গোলসংখ্যার ‘লড়াই’য়ে দুজনই জিতেছেন। কিন্তু লিওনেল মেসিকে এক দিক দিয়ে হারিয়ে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে লিগের সর্বোচ্চ গোলদাতা জেতেন ইউরোপিয়ান ‘গোল্ডেন শু’। এবার লিগে ৪০ গোল করে সেটাই জিতলেন রিয়াল মাদ্রিদ তারকা। ২০০৭-০৮ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম এই পুরস্কার জিতেছিলেন পর্তুগিজ উইঙ্গার।
ইউরোপের সবগুলো লিগের সর্বোচ্চ গোলদাতা এই পুরস্কারের জন্য বিবেচিত হন। পয়েন্ট নির্ধারিত হয় অবশ্য লিগের গোলপ্রতি মানভেদে। গুরুত্বপূর্ণ লিগগুলোয় প্রতি গোলের জন্য দেওয়া হয় ২ পয়েন্ট। লা লিগায় ৪০ গোল করার জন্য এবার সর্বোচ্চ ৮০ পয়েন্ট পেয়েছেন রোনালদো। লিগে ৩১ গোল করায় মেসির পয়েন্ট ৬২। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি। এর পর শীর্ষ পাঁচে আছেন মারিও গোমেজ (বায়ার্ন মিউনিখ, ৫৬ পয়েন্ট), আন্তোনিও ডি নাতালে (উদিনেস, ৫৬ পয়েন্ট) এবং এডিসন কাভানি (নাপোলি, ৫২ পয়েন্ট)।
ইউরোপের সবগুলো লিগের সর্বোচ্চ গোলদাতা এই পুরস্কারের জন্য বিবেচিত হন। পয়েন্ট নির্ধারিত হয় অবশ্য লিগের গোলপ্রতি মানভেদে। গুরুত্বপূর্ণ লিগগুলোয় প্রতি গোলের জন্য দেওয়া হয় ২ পয়েন্ট। লা লিগায় ৪০ গোল করার জন্য এবার সর্বোচ্চ ৮০ পয়েন্ট পেয়েছেন রোনালদো। লিগে ৩১ গোল করায় মেসির পয়েন্ট ৬২। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি। এর পর শীর্ষ পাঁচে আছেন মারিও গোমেজ (বায়ার্ন মিউনিখ, ৫৬ পয়েন্ট), আন্তোনিও ডি নাতালে (উদিনেস, ৫৬ পয়েন্ট) এবং এডিসন কাভানি (নাপোলি, ৫২ পয়েন্ট)।
No comments