ফিলিপাইনে বস্তিতে অগ্নিকাণ্ডে নিহত ২

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কেন্দ্রস্থলে ঘনবসতিপূর্ণ একটি বস্তিতে অগ্নিকাণ্ডে দুটি শিশু নিহত হয়েছে। গৃহহারা হয়েছে প্রায় ১৫ হাজার মানুষ। গতকাল শনিবার কর্মকর্তারা এ কথা জানান।
অগ্নি নির্বাপণ বিভাগ জানায়, গত বৃহস্পতিবারের অগ্নিকাণ্ডে ম্যানিলা সিটি জেলের পেছনে সরকারি জমিতে গড়ে ওঠা বস্তি ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে তিন ও এক বছরের দুটি শিশু নিহত হয়েছে।
কর্মকর্তারা জানান, গোটা অগ্নি নির্বাপণ বিভাগের সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সময় কারাগারের একটি অংশ খালি করে দেওয়া হয়। অগ্নি নির্বাপণ কর্মকর্তা লরডেস হার্নান্দেজ জানান, আগুনে প্লাইউড ও ধাতুর পাত দিয়ে প্রায় এক হাজার ঘর ভস্মীভূত হয়েছে। ঘরগুলোতে প্রায় দুই হাজার দরিদ্র পরিবার বসবাস করত। গৃহহীন লোকজন ব্যায়ামাগার ও তাঁবুতে আশ্রয় নিয়েছে।
ম্যানিলা সিটি কারাগারের ওয়ার্ডেন বেন ওলিভেরোস স্থানীয় একটি টেলিভিশনকে বলেন, অগ্নিকাণ্ডে কারা ভবনের অবকাঠামোর ক্ষতি হওয়ার আশঙ্কায় কারাগারের তিনটি কক্ষ থেকে বন্দীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

No comments

Powered by Blogger.