বার্সার প্রথম বাধা আটলান্টে
ক্লাব বিশ্বকাপ জয়ের স্বপ্ন চোখে নিয়ে আবুধাবিতে বার্সেলোনা। এ স্বপ্নপূরণে ক্যাটালানদের প্রথম বাধা মেক্সিকোর আটলান্টে ক্লাব। আগামী পরশু সেমিফাইনালে কনক্যাকাফ চ্যাম্পিয়ন আটলান্টের মুখোমুখি হবে পেপ গার্দিওলার দল। আটলান্টে সেমিফাইনালে উঠেছে পরশু অকল্যান্ড সিটিকে ৩-০ গোলে হারিয়ে। আগামীকাল প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এস্তুদিয়ান্তেস ও এশিয়ান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার পোহাং স্টিলার্স। গত শুক্রবার কোয়ার্টার ফাইনালে পোহাং ২-১ গোলে হারিয়েছে আফ্রিকান চ্যাম্পিয়ন কঙ্গোর টাউট পুইসান্ট মাজেম্বেকে।
আটলান্টের বিপক্ষে বার্সার প্রধান ভরসা লিওনেল মেসির না খেলার সম্ভাবনাই বেশি। গত বুধবার ডায়নামো কিয়েভের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন আর্জেন্টাইন জাদুকর।
আটলান্টের বিপক্ষে বার্সার প্রধান ভরসা লিওনেল মেসির না খেলার সম্ভাবনাই বেশি। গত বুধবার ডায়নামো কিয়েভের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন আর্জেন্টাইন জাদুকর।
No comments