ডব্লিউটিওতে রাশিয়ার যোগদানে বাধা দিচ্ছে আমেরিকা: পুতিন

রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) রাশিয়ার সদস্যপদ প্রাপ্তিতে যুক্তরাষ্ট্র বাধা সৃষ্টি করেছে।
পুতিন বলেন, ‘কোনো এক অজানা কারণে মার্কিন লবিগুলো ডব্লিউটিওতে আমাদের যোগদানে বাধা সৃষ্টি করতে চাইছে।’
গত বৃহস্পতিবার একটি রুশ টিভি চ্যানেলে এক অনুষ্ঠানে পুতিন এ অভিযোগ করেন।
রুশ প্রধানমন্ত্রী আরও বলেন, রাশিয়া এই সংস্থায় অন্তর্ভুক্তির জন্য চেষ্টা অব্যাহত রাখবে এবং তা বেলারুস ও কাজাখস্তানকে সঙ্গে নিয়ে।
বেলারুস ও কাজাখস্তানের সঙ্গে রাশিয়া একটি শুল্ক সংঘ গঠনের বিষয়ে এ বছর জুলাই মাসে একমত হয়। গত মাসে তিন দেশের রাষ্ট্রপ্রধান এসংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে। ২০১০ সালের ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হওয়ার কথা।
পুতিন আরও বলেন, শুল্ক সংঘ হিসেবে তিন দেশ একত্রে বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদান করতে আগ্রহী যেন তিন দেশের স্বার্থ সুরক্ষিত হয়।

No comments

Powered by Blogger.