নেপালের এক-তৃতীয়াংশ ব্যবসার মালিক নারীরা
নেপালের
নারীরা দেশিটি এক-তৃতীয়াংশ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। জাতীয় অর্থনৈতিক
জরিপের চূড়ান্ত ফলাফলে বলা হয়েছে, নেপালের ২৯.৮% ব্যবসা প্রতিষ্ঠানের
মালিকানা নারীদের নিয়ন্ত্রণে। সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিকস (সিবিএস)-এর
রিপোর্টে বলা হয়, দেশে কৃষি, ব্যবসা, ও শিল্প সেবা ও অন্যান্য খাত
সংশ্লিষ্ট ৯২৩,৩৫৬টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ২৪৭,৮৮০টির মালিক নারীরা।
এই প্রথম নেপাল সরকার দেশে অর্থনৈতিক জরিপ পরিচালনা করেছে। সিবিএসের
মহাপরিচালক সুমন রাজ আরিয়াল বলেন, নারীরা ৩০ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠানের
মালিক। এটা ভালো লক্ষণ। এর মানে হলো নেপালের নারীরা বাড়ি থেকে বেরিয়ে
আসছেন। জরিপে আরো বলা হয়, নারী মালিকানাধিন ব্যবসার বেশিরভাগ পাইকারী ও
খুচরা ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া গাড়ি ও মটরসাইকেল মেরামতের কারখানাও রয়েছে।
নারী মালিকানার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে থাকা ও
খাবার সরবরাহ সেবা এবং তৃতীয় অবস্থানে ম্যানুফেকচারিং প্রতিষ্ঠান। নেপাল
চেম্বার অব কমার্সের নারী উদ্যোক্তা উন্নয়ন কমিটির সদস্য স্বরস্বতি রাই
বলেন, আগের চেয়ে এটা বেশ উৎসাহজনক সংখ্যা। তবে আমাদের এখানে থেমে থাকলেই
চলবে না।
No comments