বড় দিনে রাজধানীতে নিরবচ্ছিন্ন নিরাপত্তা বলয় : আছাদুজ্জামান মিয়া
ঢাকা
মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন,
বড়দিনকে কেন্দ্র করে ঢাকা শহরে নিরবচ্ছিন্ন নিরাপত্তা বলয় তৈরি করা
হয়েছে। ঢাকা মহানগরে ৬৫ গির্জায় প্রার্থনা হচ্ছে। প্রত্যেকটি গির্জা ও
আশপাশের এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে এবং তল্লাশি গেট (আর্চওয়ে)
স্থাপন করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁও ক্যাথলিক
গির্জা (পবিত্র জপমালা রাণীর গির্জা) পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব
কথা জানান। ডিএমপি কমিশনার বলেন, গির্জার বাইরে কিছু পাঁচ তারকা হোটেলে
প্রার্থনা হবে। সবকিছুকে ঘিরে কয়েক স্তরে সাদা পোশাকে এবং ইউনিফর্মে
নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, পুরো শহরজুড়ে তল্লাশি ও
চেকপোস্টে কার্যক্রম চলছে। যেকোনো ধরনের ব্যাকপ্যাক বা ট্রলি ব্যাক তল্লাশি
করা হচ্ছে।
No comments