অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি দিয়ে ফের চিঠি
অ্যাটর্র্নি
জেনারেল মাহবুবে আলমকে হত্যার হুমকি দিয়ে ফের চিঠি পাঠিয়েছে দুর্বৃত্তরা।
রোববার ডাকযোগে তার অফিসে এ চিঠি পাঠানো হয়েছে বলে রাতে তিনি যুগান্তরকে
জানিয়েছেন। এ ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন অ্যাটর্নি জেনারেলের
একান্ত সচিব কবির আহমেদ। এ মাসেই তাকে দুইবার হত্যার হুমকি দেয়া হল। ৭
ডিসেম্বর তাকে হত্যার হুমকি দেয়া হয়।
এর আগে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার
চলাকালে এবং এরপরও একাধিকবার তাকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়। চিঠির
বিষয়টি উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ডাকযোগে চিঠিটি এসেছে। একটি
বিশাল প্রতিবেদন (লেখা) পাঠিয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে জানিয়েছি। সেখানে
জিডি করা হয়েছে।’ হুমকির কারণ সম্পর্কে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম
বলেন, এসব চিঠিতে আমি মোটেই ভীত নই। হুমকি আসবে এবং এটা সাহসের সঙ্গে
মোকাবেলা করতে হবে। সবাইকে নাশকতামূলক কাজের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।
No comments