৪ মাসে রোহিঙ্গা এসেছে ৬ লাখ ৫৫ হাজার
মিয়ানমারের
সহিংসতার পর থেকে এ পর্যন্ত চার মাসে ৬ লাখ ৫৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে
আশ্রয় নিয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম রোববার এ তথ্য জানিয়েছে।
আগস্টে মিয়ানমারে নতুন করে সহিংসতা শুরু হয়। ২৫ আগস্ট থেকে মিয়ানমারের
রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করা শুরু করে, যা এখনও অব্যাহত আছে। আইওএমের
দেয়া তথ্য অনুযায়ী, পুরনো-নতুন মিলিয়ে বাংলাদেশের কক্সবাজারে এই মুহূর্তে ৮
লাখ ৬৭ হাজার ৫০০ রোহিঙ্গা অবস্থান করছে।
আইওএম জানায়, নতুন করে আসা
রোহিঙ্গাদের অধিকাংশই গাদাগাদি করে অস্থায়ী আশ্রয় শিবিরগুলোতে অবস্থান
করছে। ৯ ভাগ রোহিঙ্গা শরণার্থী স্থানীয় মানুষদের সঙ্গে বসবাস করছে। ফরমাল
শরণার্থী ক্যাম্পে বসবাস করছে ৫ ভাগ রোহিঙ্গা। শীতকালে রোহিঙ্গাদের
বাসস্থান ও স্বাস্থ্যের বিষয়টি নতুন করে ভাবিয়ে তুলছে। এটা মোকাবেলা করা
নতুন চ্যালেঞ্জ। শীত মোকাবেলায় রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে আইওএম এ পর্যন্ত
৮৮ হাজার ৫০০ কম্বল ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করেছে। এছাড়া রোহিঙ্গা ও
তাদের শিশুদের জন্য নানা পদক্ষেপ নেয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।
No comments