জেরুজালেমকে ফিলিস্তিনের স্থায়ী রাজধানী স্বীকৃতি ইরানের
জেরুজালেমকে ফিলিস্তিনের স্থায়ী রাজধানী হিসেবে স্বীকৃতি দিলো ইরান। রোববার দেশটি সংসদের জরুরি অধিবেশনে এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে।
উন্মুক্ত এই অধিবেশনে ২৩৩ সদস্যের মধ্যে ১৮৭ জন বিলের পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন ১৫ জন। ভোট দেয়া থেকে বিরত থাকেন নয়জন।
ফিলিস্তিনি জনগণের সংগ্রামের প্রতি ইরানের সংবিধানের ১নং ধারায় যে সমর্থন ঘোষণা করা হয়েছে, তার আওতায় এই বিল পাস করা হয়। বিলটি সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হবে এবং ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় সংসদের এজেন্ডাভুক্ত হবে।
ইরানে ইসলামী বিপ্লব সফল হবার পর থেকে ফিলিস্তিনিদের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে তেহরান। ইসরায়েলকে বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকার করে না ইরান।
গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তেল আবিব থেকে তাদের দূতাবাস স্থানান্তরের ঘোষণা দেন তিনি। ট্রাম্পের এই ঘোষণার প্রতিবাদে গত ১২ ডিসেম্বর তুরস্কের ইস্তাম্বুলে ইসলামিক সহযোগিতা পরিষদের (ওআইসি) জরুরি সম্মেলনে পূর্ব জেরুজালেমকে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়া হয়।
গত ২১ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে আনা একটি রেজ্যুলেশন ১২৮-৯ ভোটে পাস হয়।
No comments