চীনে তিন বছরে ১৩ হাজার ওয়েবসাইট বন্ধ
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া বলছে, দেশটিতে গত তিন বছরে ১৩ হাজারের বেশি ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়েছে। কর্তৃপক্ষ এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রায় এক কোটি অ্যাকাউন্টও বন্ধ করে দিয়েছে। খবর রয়টার্সের।
আইন লঙ্ঘন করায় এসব ওয়েবসাইট ও একাউন্ট বন্ধ করা হয়েছে বলে জানাচ্ছে শিনহুয়া। তারা জানাচ্ছে, দেশটির ভার্চুয়াল জগতে সরকারি এ অভিযানে জনগণের ব্যাপক সমর্থন রয়েছে।
২০১২ সালে প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় আসার পর থেকেই মূলত দেশটিতে ইন্টারনেটে কঠোর নিয়ন্ত্রণ আরোপ ও নজরদারি চালানো শুরু হয়। এসময় বিভিন্ন আইনও পাশ করে দেশটির সরকার।
যেমন চলতি বছরই সাইবার সিকিউরিটি আইন পাশ করেছে চীন সরকার। বিদেশি প্রতিষ্ঠানগুলো এটিকে সেখানে কাজের জন্য বাধাস্বরূপ মনে করে।
ইতোমধ্যে কঠোরভাবে সেন্সরশিপ আরোপের কারণে চীনে অনেক বিদেশি সাইট নিষিদ্ধ। গুগল, ফেসবুক ও ইউটিউবের মতো জনপ্রিয় অনলাইন সাইটগুলোতেও প্রবেশ করা যায় না সেখানে। জরিপে দেখা গেছে, দেশটির ৯০ভাগ মানুষই সরকারের এ অভিযানকে সমর্থন করে।
যদিও সমালোচকরা বলছেন, মতপ্রকাশের স্বাধীনতায় বাধা এবং কমিউনিস্ট পার্টির সমালোচনা বন্ধে এ অভিযান চালানো হচ্ছে।
তবে জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা ও অশ্লীলতা রোধে এ অভিযান চালানো হচ্ছে বলে দাবি করেছে চীন সরকার।
No comments