বাংলাদেশে নারীরাই বেশি কাজ করে
বাংলাদেশে পুরুষের চেয়ে নারীরাই বেশি কাজ করে। ঘরে বাইরে কাজের চাপের কারণে তাদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়ন বাধাগ্রস্ত হচ্ছে।
‘দক্ষিণ এশিয়ায় নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং গৃহস্থালির সেবামূলক কাজ: নীতি পর্যালোচনা’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে বেসরকারি সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ।
বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানের নীতি ও আইনে নারীর সেবামূলক কাজের বিষয়গুলো পর্যালোচনা করে প্রতিবেদনটি প্রকাশ করেছে সংস্থাটি।
এতে বলা হয়, একজন নারী এই ধরনের গৃহস্থালির কাজ করে কোনো স্বীকৃতি পায় না। প্রতিদিন তারা গড়ে ছয় ঘণ্টারও বেশি এ ধরনের কাজ করে থাকে। বিপরীতে একজন পুরুষ এই ধরনের কাজ করেন মাত্র একঘণ্টা।
শনিবার রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল লেকসোরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।
এসময় অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির, অ্যাকশনএইড বাংলাদেশের ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন, সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের(বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষক ড. নাজনিন আহমেদ ও ব্র্যাক ইনস্টিটিউট অব জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান গবেষক ড. সিমিন মাহমুদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
No comments