পিরোজপুরে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার পূর্ব জলাবাড়ি এলাকায় আজ শনিবার সকালে জসিম উদ্দিন হাওলাদার (৩৫) নামের এক সুপারি ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জসিম উপজেলার দুর্গাকাঠি গ্রামের আমির হোসেন হাওলাদারের ছেলে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যবসায়ীর পারিবারিক সূত্র জানায়, আজ সকাল নয়টার দিকে পূর্ব জলাবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পাশে একটি চায়ের দোকানে বসে জসিম ও তাঁর চাচাতো ভাই আলী হোসেন চা পান করছিলেন। এ সময় ২৫ থেকে ৩০ জন লোক সেখানে গিয়ে জসিমকে ধরে নিয়ে যায়। এরপর তাঁকে রড ও লাঠি দিয়ে পেটানো হয়। এতে ঘটনাস্থলেই জসিম মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার প্রত্যক্ষদর্শী আলী হোসেন ও নিহত ব্যবসায়ীর ছোট ভাই শিমুল হাওলাদার অভিযোগ করেন, জলাবাড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আশিস বড়ালের নেতৃত্বে তাঁর লোকজন জসিমকে পিটিয়ে হত্যা করেছেন। জসিম একসময় আশিস বড়ালের কর্মী ছিলেন। পরে পক্ষ ত্যাগ করায় আশিস বড়ালের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়।  যোগাযোগ করা হলে আশিস বড়ালের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।  নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পূর্বশত্রুতার জের ধরে জসিমকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

No comments

Powered by Blogger.