অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবে ১১ জনের প্রাণহানি
সিরিয়া ও আফ্রিকার অভিবাসন প্রত্যাশীদের নিয়ে ইউরোপ যাওয়ার পথে মিসরের বাল্টিম বন্দরের অদূরে একটি নৌকা ডুবে ১১ জনের মৃত্যু হয়েছে।
রোববার নিরাপত্তা ও চিকিৎসা সূত্র জানায়, উপকূলরক্ষীরা শনিবার রাতে ট্রলারটি ডুবে গেলে জীবিত ১৫ জনকে তাদের হেফাজতে নিয়েছে। তাদেরকে সিরিয়া, মিশর ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক হিসেবে সনাক্ত করা হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংগঠন গত মাসে জানিয়েছে, জানুয়ারি মাস থেকে ৪ লাখ ৭৪ হাজার লোক ঝুঁকি নিয়ে ইউরোপে যাওয়ার জন্য ভূমধ্যসাগর পাড়ি দেয়।
এতে আরো বলা হয়, কেবলমাত্র এ বছরই ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় ৩ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে। এসময় ৫ লাখেরও বেশি লোক সমুদ্র পাড়ি দেয়। এদের বেশির ভাগই গ্রিস ও ইতালি পৌঁছেছে।
রোববার নিরাপত্তা ও চিকিৎসা সূত্র জানায়, উপকূলরক্ষীরা শনিবার রাতে ট্রলারটি ডুবে গেলে জীবিত ১৫ জনকে তাদের হেফাজতে নিয়েছে। তাদেরকে সিরিয়া, মিশর ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক হিসেবে সনাক্ত করা হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংগঠন গত মাসে জানিয়েছে, জানুয়ারি মাস থেকে ৪ লাখ ৭৪ হাজার লোক ঝুঁকি নিয়ে ইউরোপে যাওয়ার জন্য ভূমধ্যসাগর পাড়ি দেয়।
এতে আরো বলা হয়, কেবলমাত্র এ বছরই ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় ৩ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে। এসময় ৫ লাখেরও বেশি লোক সমুদ্র পাড়ি দেয়। এদের বেশির ভাগই গ্রিস ও ইতালি পৌঁছেছে।
No comments