নিজেদের নিয়েই ভাবছে বাংলাদেশ by মাসউদুর রহমান
বিশ্বকাপে
এখন ৩০০ রান হচ্ছে হরহামেশাই। ওই রান করে কেউ পার পাচ্ছেন, কেউ না। যেমন
ওয়েস্ট ইন্ডিজের মতো দলও পার পায়নি আয়ারল্যান্ডের মতো দলের সঙ্গে। যেহেতু
বাংলাদেশ বিশ্বকাপে মাঠে নামার আগেই এত কিছু। ফলে এ নিয়ে বাড়তি একটা হিসাব
নিকাশ শুরু হয়ে গেছে। দেখা গেছে, তিন শ’ বা তিন শ’ প্লাস রান করার ক্ষেত্রে
দলের টপ অর্ডারের ভূমিকা অনেক। বাংলাদেশ দলের টপ অর্ডার রান করলে ভালো
কিছু করা সম্ভব। কিভাবে আমরা সে কাজগুলো করব, সে ব্যাপারে আমাদের মধ্যে
আলোচনা হচ্ছে। প্ল্যান করা হচ্ছে। টপ অর্ডারের জন্য আলাদা প্র্যাকটিসও
হচ্ছে। আশা করি ভালো হবেÑ জানিয়েছেন সিনিয়র ক্রিকেটার মাহামুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশ দলের ব্যাটিং বেশ কিছু দিন থেকেই কিক করছে না। বিশেষ করে
অস্ট্রেলিয়াতে আসার পর পাকিস্তানের বিপক্ষে কিছুটা ভাল করেছিল। এ ছাড়া
ব্যর্থতা ছিল বাকি চার ম্যাচেই। তবে প্রস্তুতি ম্যাচের হিসাবগুলোর সঙ্গে
মূল ম্যাচের হিসাব মেলাতে চান না তিনি। কাল সাংবাদিক সম্মেলনে তিনি বলেন,
‘প্রস্তুতি ম্যাচে অনেক প্ল্যান দেখার জন্য কাউকে আগে, কখনো কাউকে পরে
এভাবে ব্যাটিং-বোলিং করানো হয়েছে। অনেক সময় সঠিক সময়ে বোলিং বা ব্যাটিং
করতেও দেয়া হয়নি। মূল ম্যাচে তো আর ওইসব নেই। যে যার দায়িত্ব যথার্থভাবেই
পালন করবেন।’
আফগানিস্তানের সঙ্গে প্রথম ম্যাচে দল চাপে রয়েছে বলে অনেকে মনে করছেন। মাহামুদউল্লাহ দিয়েছেন এর ভিন্ন ব্যাখ্যা। ‘হ্যাঁ, আফগানিস্তানকে নিয়ে দলে অনেক আলোচনা হয়, হয়েছেও। তা বিশ্বকাপের প্রথম ম্যাচ বলেই। তবে ওদের নিয়ে চিন্তা করার কিছু নেই। আমরা কোনো টেনশনও করছি না। আমরা ভাবছি আমাদের পারফরমেন্সের ফোকাসটা কিভাবে হয় শুধু তা নিয়েই।’ এশিয়া কাপে বাংলাদেশ হেরে গিয়েছিল আফগানিস্তানের বিপক্ষে। ফলে বাড়তি কোনো চাপ রয়েছে কি নাÑ এর জবাবে মাহামুদউল্লাহ বলেন, ‘সে সময় আমাদের অন্তত তিনজন মূল খেলোয়াড় খেলেনি। তা তো আছেই। এর সঙ্গে ওই ম্যাচের পর টি-২০ ক্রিকেটে বিপর্যস্ত করে ওদের প্রতিশোধ বা যা বলেন, ওগুলো হয়ে গেছে। এখন আর তেমন কোনো কিছু নেই। বিশ্বকাপের সূচনা ম্যাচে আমরা জয় নিয়েই শুরু করতে চাই।’ অস্ট্রেলিয়া কন্ডিশনে বেশ কিছু দিন থেকেই অনুশীলন করে যাচ্ছে বাংলাদেশ। কতটা সম্ভব হয়েছে এতে মানিয়ে নিতে? এর জবাবে তিনি বলেন, ‘দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্পে আর কতটা মানিয়ে নেয়া যায়। তবুও আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। এ নিয়ে আর চিন্তা করছি না। এগুলো নিয়ে চিন্তা করলে বরং মাথায় অন্য কিছু ঢুকবে। তার চেয়ে নিজেদের সামর্থ্য অনুসারে খেলার দিকে নজর দিলে পারফরমেন্স করা সম্ভব হবে।’ দলে নেয়া বাড়তি স্পিনারদের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দেশের কন্ডিশনে পেসাররা যেমন পরিশ্রম করে সাফল্যের জন্য, এখানে ঠিক, স্পিনারদের সেভাবে পরিশ্রম করতে হবে সাফল্য লাভের জন্য এবং লাইন ও নিশানা ঠিক রেখে বোলিং করতে হবে।’
৩০০ রান চেজ যদি করতে হয় সে ক্ষেত্রে ব্যাটসম্যানদের ভূমিকা জানাতে গিয়ে মাহামুদউল্লাহ বলেন, ‘আসলে সূচনাতে কিছুটা ময়েশ্চার থাকে উইকেটে। পরে ড্রাই হয়ে গেলে উইকেটে রান আসতে সুবিধা হয়। সে জন্য সূচনাতে একটু দেখে শুনে ব্যাটিং করতে হবে।’ আফগানিস্তানকে সমীহ করার কথা জানিয়ে বাংলাদেশ দলের এ অভিজ্ঞ ক্রিকেটার বলেন, ‘তাদের আমরা অবশ্যই সমীহ করছি। কিন্তু তাদের বিপক্ষে জয়ের জন্য আমরা খুবই আত্মবিশ্বাসী। ফলে ওই ম্যাচকে কেন্দ্র করে আলাদা কোনো টেনশন আমাদের নেই।’
আফগানিস্তানের সঙ্গে প্রথম ম্যাচে দল চাপে রয়েছে বলে অনেকে মনে করছেন। মাহামুদউল্লাহ দিয়েছেন এর ভিন্ন ব্যাখ্যা। ‘হ্যাঁ, আফগানিস্তানকে নিয়ে দলে অনেক আলোচনা হয়, হয়েছেও। তা বিশ্বকাপের প্রথম ম্যাচ বলেই। তবে ওদের নিয়ে চিন্তা করার কিছু নেই। আমরা কোনো টেনশনও করছি না। আমরা ভাবছি আমাদের পারফরমেন্সের ফোকাসটা কিভাবে হয় শুধু তা নিয়েই।’ এশিয়া কাপে বাংলাদেশ হেরে গিয়েছিল আফগানিস্তানের বিপক্ষে। ফলে বাড়তি কোনো চাপ রয়েছে কি নাÑ এর জবাবে মাহামুদউল্লাহ বলেন, ‘সে সময় আমাদের অন্তত তিনজন মূল খেলোয়াড় খেলেনি। তা তো আছেই। এর সঙ্গে ওই ম্যাচের পর টি-২০ ক্রিকেটে বিপর্যস্ত করে ওদের প্রতিশোধ বা যা বলেন, ওগুলো হয়ে গেছে। এখন আর তেমন কোনো কিছু নেই। বিশ্বকাপের সূচনা ম্যাচে আমরা জয় নিয়েই শুরু করতে চাই।’ অস্ট্রেলিয়া কন্ডিশনে বেশ কিছু দিন থেকেই অনুশীলন করে যাচ্ছে বাংলাদেশ। কতটা সম্ভব হয়েছে এতে মানিয়ে নিতে? এর জবাবে তিনি বলেন, ‘দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্পে আর কতটা মানিয়ে নেয়া যায়। তবুও আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। এ নিয়ে আর চিন্তা করছি না। এগুলো নিয়ে চিন্তা করলে বরং মাথায় অন্য কিছু ঢুকবে। তার চেয়ে নিজেদের সামর্থ্য অনুসারে খেলার দিকে নজর দিলে পারফরমেন্স করা সম্ভব হবে।’ দলে নেয়া বাড়তি স্পিনারদের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দেশের কন্ডিশনে পেসাররা যেমন পরিশ্রম করে সাফল্যের জন্য, এখানে ঠিক, স্পিনারদের সেভাবে পরিশ্রম করতে হবে সাফল্য লাভের জন্য এবং লাইন ও নিশানা ঠিক রেখে বোলিং করতে হবে।’
৩০০ রান চেজ যদি করতে হয় সে ক্ষেত্রে ব্যাটসম্যানদের ভূমিকা জানাতে গিয়ে মাহামুদউল্লাহ বলেন, ‘আসলে সূচনাতে কিছুটা ময়েশ্চার থাকে উইকেটে। পরে ড্রাই হয়ে গেলে উইকেটে রান আসতে সুবিধা হয়। সে জন্য সূচনাতে একটু দেখে শুনে ব্যাটিং করতে হবে।’ আফগানিস্তানকে সমীহ করার কথা জানিয়ে বাংলাদেশ দলের এ অভিজ্ঞ ক্রিকেটার বলেন, ‘তাদের আমরা অবশ্যই সমীহ করছি। কিন্তু তাদের বিপক্ষে জয়ের জন্য আমরা খুবই আত্মবিশ্বাসী। ফলে ওই ম্যাচকে কেন্দ্র করে আলাদা কোনো টেনশন আমাদের নেই।’
No comments