প্রথম বিদেশ সফরে ভারতে সিরিসেনা
শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে এসেছেন মাইথ্রিপালা সিরিসেনা। রোববার ১৫ সদস্যের প্রতিনিধি নিয়ে চার দিনের সফরে তিনি নয়াদিল্লিতে পৌঁছান। বিদেশ সফরের ক্ষেত্রে প্রেসিডেন্টের জন্য নির্ধারিত বিশেষ বিমানে চড়েননি সিরিসেনা। সাধারণ মানুষের মতো বাণিজ্যিক বিমানে ভ্রমণ করলেন তিনি। খবর এনডিটিভি ও সিলন টুডের। নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, আজ (সোমবার) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন প্রেসিডেন্ট সিরিসেনা। দুই নেতার মধ্যে বৈঠকে শ্রীলংকার শান্তি ও পুনর্গঠন প্রক্রিয়াসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গেও সাক্ষাৎ করবেন সিরিসেনা। এর একদিন পর ১৮ ফেব্রুয়ারি দেশে ফিরবেন শ্রীলংকার প্রেসিডেন্ট।
শ্রীলংকায় ভারতের ব্যাপক বিনিয়োগের আশা করছেন সিরিসেনা। গত সপ্তাহে তিনি জানিয়েছিলেন তার দেশে ৪০০ কোটি ডলারের আন্তর্জাতিক সাহায্যের প্রত্যাশা করছেন। এই সফরে সিরিসেনা বুদ্ধ গয়ার বৌদ্ধ তীর্থস্থান ও তিরুপতির হিন্দু মন্দির পরিদর্শন করবেন। গত মাসের শুরুর দিকে শ্রীলংকায় প্রেসিডেন্ট নির্বাচন হয়। ওই নির্বাচনে তৎকালীন প্রেসিডেন্ট মাহেন্দ রাজাপাকসে পরাজিত হন। রাজাপাকসের শাসনামলে চীন শ্রীলংকার অবকাঠামোগত প্রকল্পগুলোতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে। ভারত দীর্ঘদিন ধরেই শ্রীলংকাকে তাদের প্রভাব বলয়ের মধ্যে রাখার কথা বিবেচনা করে আসছে। আর এ লক্ষ্যেই দিল্লি কলম্বো ও তামিল বিদ্রোহীদের মধ্যে তাদের মধ্যস্থতায় করা শান্তিচুক্তি বাস্তবায়নে ১৯৮৭ সালে সেখানে সেনা পাঠায়। গত বছর শ্রীলংকার জলসীমায় চীনের দুটি ডুবোজাহাজের অবস্থান করার ঘটনায় দিল্লি ক্ষুব্ধ হয়। এপি।
No comments