খালেদা জিয়ার সঙ্গে ইইউ প্রতিনিধিদের সাক্ষাৎ আজ
বিরোধী
জোটের শীর্ষনেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঢাকা সফরে আসা
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর মানবাধিকারবিষয়ক সংসদীয় উপ-কমিটির প্রতিনিধিদের
সাক্ষাৎ আজ। সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক
কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের কার্যালয় সূত্রে এ তথ্য
মিলেছে। বিরোধী জোটের ডাকা হরতাল-অবরোধের মধ্যেই দেশের মানবাধিকার
পরিস্থিতি দেখতে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের প্রতিনিধিরা ঢাকা এসেছেন। আজ
থেকে তাদের চার দিনের সফরের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। কূটনৈতিক সূত্র মতে,
বিচারবহির্ভূত যে কোন ধরনের হত্যাকাণ্ডসহ দেশের সার্বিক মানবাধিকার
পরিস্থিতি সরজমিন পর্যবেক্ষণে এসেছেন তারা। এখানে বিভিন্ন রাজনৈতিক
নেতৃবৃন্দ, নাগরিক সমাজ ও শ্রম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময়
করবেন পার্লামেন্টারিয়ান ক্রিশ্চিয়ান দান প্রেদা (রোমানিয়া)-এর
নেতৃত্বাধীন ৩ সদস্যের ইইউ সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা। ঢাকায় একটি
কারখানার কর্মপরিবেশসহ সার্বিক শ্রম পরিস্থিতিও দেখতে আগ্রহী ইইউ
প্রতিনিধিরা। কমিটির অন্য সদস্যরা হলেন- ক্যারল ক্রাসকি (পোল্যান্ড) ও
ইয়োসেফ ভেইডেনহোলজার (অস্ট্রিয়া)। গত দুই দশকের মধ্যে ইউরোপীয়
পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক উপ-কমিটির এটাই প্রথম বাংলাদেশ সফর। দেশের
চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে ইইউ পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক
প্রতিনিধি দলের ওই সফরটি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই সময়ে
তাদের না এসে পরবর্তী যে কোন সময়ে আসার পরামর্শ দেয়া হয়েছিল সরকারের তরফে।
কিন্তু ব্রাসেলস তাতে রাজি হয়নি। প্রতিনিধি দলের অন্যতম সদস্য ক্রিশ্চিয়ান
দান প্রেদা গত বছর ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত দুই প্রস্তাবের অন্যতম
প্রস্তাবক। গুরুত্বপূর্ণ ওই প্রতিনিধিরা ঢাকা মিশন শেষে ইউরোপীয়
পার্লামেন্টে একটি প্রতিবেদন জমা দেবেন। ইইউ সংসদীয় প্রতিনিধি দলের
সফরসঙ্গী হিসেবে সংসদের কয়েক কর্মকর্তাও থাকছেন। স্পিকার ড. শিরীন শারমিন
চৌধুরী ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সঙ্গে তাদের বৈঠকের সময়ক্ষণ
এরই মধ্যে ঠিক হয়েছে। প্রতিনিধি দলের সফরকালে পররাষ্ট্র মন্ত্রী ও সচিব
দেশের বাইরে থাকায় তাদের সঙ্গে কোন বৈঠক হচ্ছে না।
No comments