গায়ে হলুদ অনুষ্ঠানে দুর্বৃত্তদের এসিড নিক্ষেপ, আহত ৫
শরীয়তপুর
জেলার সখিপুর থানা এলাকায় গায়ে হলুদ অনুষ্ঠানে দুর্বৃত্তদের এসিড
নিক্ষেপের ঘটনায় বর সেলিমসহ পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন সেলিম সরকার
(২৭), রাবেয়া খাতুন (৮), তোহরা বেগম (১৯), শাহিনা খাতুন (২৬) ও সিয়াম (৬)।
গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে
ভর্তি করা হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। শরিয়তপুর জেলার সখিপুর থানার
সরকারকান্দির উত্তর তারাবুনিয়ার নিজ বাড়িতে পরিবারের সঙ্গে থাকেন সেলিম
সরকার। এক সপ্তাহ আগে পাশের গ্রামের শিরোমণি খাতুন নামে এক তরুণীর সঙ্গে
তার বিয়ে ঠিক হয়। গতকাল বৃহস্পতিবার রাতে তার বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ে
উপলক্ষে বুধবার রাতে সেলিমের বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ
সময় একটি মঞ্চে বসা ছিলেন সেলিম। রাত সাড়ে ১২টায় স্থানীয় যুবক সিফাতসহ আরও
কয়েকজন ওই মঞ্চে গিয়ে এসিড নিক্ষেপ করে। এতে বরসহ পাঁচজনের শরীরের বিভিন্ন
স্থান ঝলসে যায়। অচেতন অবস্থায় পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে স্থানীয়
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানকার চিকিৎসকরা তাদের ঢাকা
মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করতে বলেন। বার্ন ইউনিটের কর্তব্যরত
চিকিৎসকরা জানিয়েছেন, সেলিমের শরীরের ৩০, রাবেয়ার ৬, তোহরা বেগমের ৫,
সিয়ামের ৬ এবং শাহিনার শরীরের ৬ শতাংশ পুড়ে গেছে। তারা বর্তমানে বার্ন
ইউনিটের পঞ্চম তলার কেবিন ইউনিটে চিকিৎসাধীন আছেন। বর সেলিমকে পর্যবেক্ষণে
রাখা হয়েছে। গলার এক পাশ বাদে তার পুরো শরীর পুড়ে গেছে। সারা শরীর
ব্যান্ডেজ করা হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন যে, তাদের অবস্থা
আশঙ্কামুক্ত। আহত বর সেলিম সরকার জানান, গায়ে হলুদের অনুষ্ঠানে মঞ্চে আমাকে
সবাই মিষ্টি ও পানি পান করাচ্ছিলেন। বাড়ির আঙিনায় একটি বিশেষ মঞ্চে আমার
সঙ্গে ভাগ্নি রাবেয়া, শাহিনা, ভাইঝি তোহরা ও ভাইপো সিয়াম বসা ছিল। মঞ্চের
পাশে চেয়ারে বিভিন্ন লোকজন বসা ছিলেন। একে তো আমার গায়ে হলুদের অনুষ্ঠান
আবার নববর্ষের রাত। এই দুটি বিশেষ মাহেন্দ্রক্ষণ হওয়াই বাড়িতে ছিল উৎসবের
আমেজ। অনুষ্ঠানে প্রায় দেড় হাজার লোককে দাওয়াত করা হয়েছিল। সবাই নেচে গেয়ে
আনন্দ করছিল। এ সময় পাশের গ্রামের সিফাত ও তার লোকজন এসে মঞ্চে এসিড
নিক্ষেপ করে। এসময় আমরা পাঁচজন আহত হই।
তিনি আরো বলেন, যেই তরুণীর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল তার নাম শিরোমণি। সখিপুর কলেজে অর্থনীতিতে তৃতীয় বর্ষে অধ্যয়নরত সে। সিফাত ওই তরুণীকে ভালবাসতো। কিন্তু, ওই তরুণী সিফাতকে ভালবাসতো না। লোকজনের মাধ্যমে সিফাত বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিল। কিন্তু, শিরোমণির পরিবারের সদস্যরা সিফাতের সঙ্গে বিয়ে দিতে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে সিফাত আমার গায়ে হলুদের অনুষ্ঠানে এসিড নিক্ষেপ করেছে। সেলিম সরকার পেশায় মাছ ব্যবসায়ী। আহত রাবেয়া জানান, গায়ে হলুদ অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠানে আসা বিভিন্ন অতিথির কাছে টাকার বায়না করছিলাম। এ সময় দুর্বৃত্তরা আমাদের অতি কাছ থেকে একটি তেলের গ্যালনে থাকা এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে পুরো বাড়িতে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। আহতের স্বজন তুহিন জানান, এ ঘটনায় মেয়েপক্ষের কেউ জড়িত নয়। সিফাত এর আগেও অনেক মেয়েকে উত্ত্যক্ত করেছে। সখিপুর থানার ওসি সমীর সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম বলা যাবে না। ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, যেই তরুণীর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল তার নাম শিরোমণি। সখিপুর কলেজে অর্থনীতিতে তৃতীয় বর্ষে অধ্যয়নরত সে। সিফাত ওই তরুণীকে ভালবাসতো। কিন্তু, ওই তরুণী সিফাতকে ভালবাসতো না। লোকজনের মাধ্যমে সিফাত বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিল। কিন্তু, শিরোমণির পরিবারের সদস্যরা সিফাতের সঙ্গে বিয়ে দিতে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে সিফাত আমার গায়ে হলুদের অনুষ্ঠানে এসিড নিক্ষেপ করেছে। সেলিম সরকার পেশায় মাছ ব্যবসায়ী। আহত রাবেয়া জানান, গায়ে হলুদ অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠানে আসা বিভিন্ন অতিথির কাছে টাকার বায়না করছিলাম। এ সময় দুর্বৃত্তরা আমাদের অতি কাছ থেকে একটি তেলের গ্যালনে থাকা এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে পুরো বাড়িতে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। আহতের স্বজন তুহিন জানান, এ ঘটনায় মেয়েপক্ষের কেউ জড়িত নয়। সিফাত এর আগেও অনেক মেয়েকে উত্ত্যক্ত করেছে। সখিপুর থানার ওসি সমীর সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম বলা যাবে না। ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
No comments