বর্ষবরণে নেশায় বুঁদ
লন্ডনের
রাজপথে নেশায় বুঁদ যুবতী। কোথাওবা অবাধ শারীরিক সম্পর্কে মেতেছে
প্রেমিক-প্রেমিকা। আনন্দের আতিশয্যে কেউবা ব্রাজিলের ঐতিহাসিক কোপা কোবানা
সমুদ্র সৈকতে নেমে পড়েছে কোন স্বল্পবসনা তরুণী বা যুবতী। জাঁকজমকপূর্ণ
অনুষ্ঠানের মধ্য দিয়ে এভাবেই নতুন বছর ২০১৫ বরণ করে নিয়েছে বিশ্ববাসী। এত
আনন্দের মধ্যেও একটি দুঃসংবাদ। চীনে সাংহাই-এ বর্ষবরণের অনুষ্ঠানে পদপিষ্ট
হয়ে নিহত হলেন কমপক্ষে ৩৬ জন। বিশ্বের কোটি কোটি মানুষ বুধবার রাতের ঘুমকে
হারাম করে দিয়ে নেমে পড়েন রাজপথ, সমুদ্র সৈকত বা কোন পার্কে। সেখানে
আতশবাজির আলোতে রাতের অন্ধকার এক অবর্ণনীয় রূপ ধারণ করে। ভৌগোলিক অবস্থানের
কারণে সবার আগে নতুন বছরকে বরণ করে নিউজিল্যান্ড। এরপর অস্ট্রেলিয়ার সিডনি
হারবারে নামে মানুষের ঢল। সেখানে ড্রামের তালে, আলোর ছটার সঙ্গে নেচে ওঠে
যুবক-যুবতী। এ সময় সেখানে সমবেত হতে দেখা যায় স্বল্প বসনের অনেক নারীকে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে সবচেয়ে বড় এলইডি ডিসপ্লেতে প্রদর্শন করা হয়
উৎসব। এর মাধ্যমে বিশ্বরেকর্ড ভাঙার একটি প্রয়াস ছিল কর্তৃপক্ষের। এখানে
বিশ্বের সবচেয়ে বড় ভবন থেকে আলোর ডিসপ্লে প্রদর্শন করা হয়। নিউ ইয়র্কে
টাইমস স্কয়ারে নেমে আসে হাজার হাজার মানুষ। তবে সবার শেষে বর্ষবরণ হয় লাস
ভেগাস, লস অ্যানজেলেস ও সান ফ্রান্সিসকোতে। লন্ডনে যৌনতার অপরাধে আটক করা
হহয়েছে ৭ যুগলকে। ২২ জনকে আটক করা হয়েছে হামলা করার জন্য। ২৭ জনকে আটক করা
হয়েছে মাতলামি ও বিশৃঙ্খলার জন্য আটক করা হয়েছে ২৭ জনকে। রাস্তায় পড়ে থাকতে
দেখা গেছে নেশায় বুঁদ হয়ে থাকা যুবতীকে। তাকে হাত ধরে টানছেন অন্য এক
যুবতী। এমন দৃশ্য এক স্থানের নয়। বিভিন্ন স্থানে দেখা গেছে তা। টেমস নদীর
তীরে লন্ডন আই চত্বরে ছিল অনেক বেদিশা নাগরিকের উন্মাতাল নাচ গান। ফ্রান্স,
ইতালি, দুবাই, মস্কো, বার্লিন, স্পেন সব দেশেই কিছুটা ব্যতিক্রম থাকলেও
বেশির ভাগ এলাকার অবস্থা একই রকম। তবে এয়ার এশিয়ার ফ্লাইট কিউজেড ৮৫০১
বিধ্বস্ত হওয়ার শোকে এখনও স্তম্ভিত ইন্দোনেশিয়া। সেখানে বর্ষবরণ উপলক্ষে সব
আয়োজন বন্ধ রাখা হয়। তবে এশিয়ার অন্যান্য দেশে ছিল বিলাসী পার্টি।
বেইজিংয়ে অলিম্পিক স্টেডিয়ামে আয়োজন করা হয় লাইট শো। হংকংয়ে ছিল আট মিনিটের
আতশবাজি ডিসপ্লে। মস্কোতে ২০১৪ সালকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
ক্রাইমিয়াকে রাশিয়ার সঙ্গে অঙ্গীভূত করার ক্ষেত্রে ঐতিহাসিক সাফল্য বলে
বর্ণনা করেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিশ্বের
বিভিন্ন নেতার কাছে নববর্ষের শুভেচ্ছা বার্তা পাঠান।
No comments