আমেরিকান ও পশ্চিমা স্কুলের শিক্ষকদের ওপর হামলার আশঙ্কা by দীন ইসলাম
বাংলাদেশে আমেরিকান/পশ্চিমা বিশ্বের প্রতিষ্ঠিত বা তাদের পরিচালিত ইন্টারন্যাশনাল স্কুলে কর্মরত শিক্ষকদের উপর সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কা করছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা। চিঠি পেয়ে কাজ শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি সম্পর্কে ইংরেজি স্কুল কর্তৃপক্ষকে জানানো হবে। এ সপ্তাহেই তাদের আলাদাভাবে চিঠি পাঠাবে শিক্ষা মন্ত্রণালয়। এরপর স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে নিরাপত্তা বাড়ানো সংক্রান্ত কোন চিঠি পেলে ওই অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানান, দেশের শীর্ষ এক গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া প্রতিবেদনের ভিত্তিতে এসব ব্যবস্থা নেয়া হচ্ছে। ওই প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। গতকাল পাঠানো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই চিঠিতে বলা হয়েছে, মুসলিম দেশগুলোতে আমেরিকান তথা পশ্চিমা দেশগুলোর প্রতিষ্ঠিত বা তাদের তত্ত্বাবধানে যেসব ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে সেসব ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষকদের হত্যার পরিকল্পনা করছে একদল বিচ্ছিন্ন জঙ্গি সদস্য যারা লোন ওলভস (খড়হব ডড়ষাবং) নামে পরিচিত। এ ধরনের ইন্টারন্যাশনাল স্কুলে পশ্চিমা বিশ্বের বিদেশী শিক্ষকদের পরিকল্পিত হত্যা এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি মুসলিম দেশগুলোতে অবস্থানরত বিদেশীদের মধ্যে ত্রাসের সৃষ্টি করবে এবং পশ্চিমা দেশগুলোর নাগরিকরা তাদের নিরাপত্তাজনিত কারণে বা নিরাপত্তাহীনতায় এদেশ ত্যাগ করবে। চিঠিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর গুলশান, বনানী, বারিধারা, বসুন্ধরা আবাসিক এলাকা, উত্তরা এবং ধানমন্ডিতে পশ্চিমা দেশগুলোর প্রতিষ্ঠিত কিংবা তাদের দ্বারা পরিচালিত বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে। এসব স্কুলের স্থাপনায় হামলা কিংবা স্কুলগুলোর শিক্ষকদের উপর সম্ভাব্য হামলা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি মর্মে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
No comments