‘জনসভা করতে না দিলে ওই দিন থেকেই শেষ খেলা শুরু’
বিএনপি
চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি
খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আগামী ৫ই জানুয়ারি থেকে গণতন্ত্র পুনরুদ্ধার
আন্দোলনের নতুন অভিযাত্রা শুরু হবে। গত বছরের ৫ই জানুয়ারি থেকে এবারের
দিনটি হবে ব্যতিক্রম। সেদিন থেকেই শুরু হবে গণতন্ত্র ফিরিয়ে আনার নতুন
অভিযাত্রা। সেদিন জনসভা করতে না দিলে ওই দিন থেকেই শেষ খেলা শুরু হবে।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘সংবিধান স্বীকৃত নাগরিক
অধিকার ও আজকের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ইয়ুথ
ফোরাম নামে একটি সংগঠন ওই আলোচনা সভাটি আয়োজন করে। তিনি বলেন, গত বছরের ৫ই
জানুয়ারি একতরফাভাবে নির্বাচন হয়েছে। ওই নির্বাচনকে ঘিরে সৃষ্ট সংকট নিরসনে
বুধবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাত দফা প্রস্তাব দিয়েছেন। সরকারকে
বলব, আর বিলম্ব নয়। তার প্রস্তাব নিয়ে দ্রুত আলোচনায় বসুন। খন্দকার মাহবুব
বলেন, তাই সরকারকে বলব, জনরোষ এড়াতে হলে সংলাপের বাস্তবভিত্তিক উদ্যোগ নিন।
দেশনেত্রীর সাত দফা প্রস্তাব নিয়ে আলোচনা করেন। নইলে যখন সাত দফা এক দফায়
এসে দাঁড়াবে তখন এর পরিণতি ভয়াবহ হবে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের
উপদেষ্টা মো. আতিকুজ্জামান। আরও বক্তব্য রাখেন জাগপার সভাপতি শফিউল আলম
প্রধান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট আহমেদ আজম খান, ইয়ুথ ফোরামের
সভাপতি মো. সাইদুর রহমান প্রমুখ।
No comments