বেনাপোল সীমান্তপথে ১৯৩ নারী ও শিশু ভারতে পাচার
২০১৪
সালে যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে কমপক্ষে ১৯৩ নারী ও
শিশুকে অবৈধভাবে পাচার করা হয়েছে ভারতে। ইউএনবি’র এক প্রতিবেদনে বলা হয়, গত
বছর বেনাপোলে ২৭১ জন হত্যাকা-ের শিকার হয়েছেন, যা ওই অঞ্চলে আইন-শৃঙ্খলা
পরিস্থিতির অবনতির বিষয়টির সুস্পষ্ট নির্দেশক। যশোরভিত্তিক একটি মানবাধিকার
সংগঠন ‘রাইটস যশোর’ একটি জরিপ পরিচালনার পর উদ্বেগজনক এ পরিসংখ্যান
দিয়েছে। অবশ্য, পুলিশের রেকর্ড অনুযায়ী, গত বছর হত্যাকান্ডের শিকার হয়েছেন
১১৫ জন। পক্ষান্তরে, মানবাধিকার সংগঠনের জরিপের পরিসংখ্যান অনুযায়ী,
বেনাপোলে জানুয়ারি মাসে ৩৫, ফেব্রুয়ারিতে ৪০, মার্চে ২৩, এপ্রিলে ১৮, মে
মাসে ২৪, জুনে ১৬, জুলাইয়ে ২৫, আগস্টে ২১, সেপ্টেম্বরে ৯, অক্টোবরে ১৮,
নভেম্বরে ২৫ ও ডিসেম্বরে ১৭ জন হত্যাকান্ডের শিকার হয়েছেন। ওই সময়ে বেনাপোলে
৭০টি ডাকাতি, ১০১টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রাইটস যশোরের দেয়া হত্যাকান্ড,
ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনার পরিসংখ্যানের বিরোধিতা করেছেন সহকারী পুলিশ
সুপারিন্টেনডেন্ট রেশমা শারমিন। তিনি জানান, যখনই কোন অপরাধ সংঘটিত হয়,
পুলিশ একটি মামলা নথিভুক্ত করে এবং তদন্তের পর সিদ্ধান্ত নেয়। তিনি বলেন,
কোন পুরুষ বা নারী আত্মহত্যা করলে, সেটাকে হত্যাকান্ড হিসেবে গণ্য করা যায়
না। আত্মহত্যার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হতে পুলিশ ময়না-তদন্তের জন্য
অপেক্ষা করে বলে জানান তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, গত বছর বেনাপোলের
আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল। অন্যদিকে, রাইটস যশোরের
নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেছেন, বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্র ও
গণমাধ্যম থেকে তারা এ তথ্য সংগ্রহ করেছেন। তিনি জানান, ময়নাতদন্ত
প্রতিবেদন এবং হত্যাকা-ের ঘটনায় নথিভুক্ত মামলা থেকেই এ পরিসংখ্যান তৈরি
করা হয়েছে।
No comments