ব্ল্যাকবক্স খুঁজে পেতে সময় লাগবে এক সপ্তাহ
উদ্ধার
করা যায় নি ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমানের ব্ল্যাকবক্স। সাগর উত্তাল থাকায়
উদ্ধারকর্মীরা স্বাভাবিক কাজ করতে পারছেন না। সমুদ্রতলে ‘সোনার’ পদ্ধতি
ব্যবহার করে বিশাল একটি বস্তু শনাক্ত করার পর থেকে উদ্ধারকর্মীরা সেখানে
অবস্থান করছেন। ধারণা করা হচ্ছে, শনাক্ত করা ওই জিনিসটি বিধ্বস্ত বিমানের।
গত রোববার ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে ১৬২ আরোহীকে নিয়ে সিঙ্গাপুর যাওয়ার
পথে বিমানটি নিখোঁজ হয়। তারপর শুরু হয় অনুসন্ধান। প্রথমে ধারণা করা হয়েছিল,
বিমানটি মালয়েশিয়ার রহস্যময় ফ্লাইট এমএইচের মতো নিখোঁজ হয়েছে। কিন্তু
অনুসন্ধানে তৃতীয় দিনের মাথায় জাভা সাগরে পাওয়া যায় মৃতদেহ। একটি, দু’টি নয়
কমপক্ষে ৪০টি লাশ উদ্ধার করা হয়। এর পরদিন উদ্ধার করা হয় কমপক্ষে আরও ৭টি
মৃতদেহ। সেগুলো উদ্ধার করে হাসপাতালে নেয়া হয় ডিএনএ পরীক্ষার জন্য। ইংরেজি
নতুন বর্ষবরণে সারা বিশ্ব মেতে থাকলেও বুধবার রাতটি ইন্দোনেশিয়ার মানুষ
শোকাচ্ছন্ন এক পরিবেশে কাটিয়েছে। বিমানের পাইলট ক্যাপ্টেন ইরিয়ান্তোর ৮ বছর
বয়সী ছেলে আরিয়া গালি গেগারা এখনও জানে না তার পিতা বেঁচে নেই। সে জানে
তার পিতা অন্যদিনের মতো এখনও বিমান চালিয়ে পাড়ি দিচ্ছেন নীল আকাশ।
ইরিয়ান্তোর ভাই সুনিতো বলেছেন, গালি গেগারা এখনও পিতার জন্য কাঁদে। সে বেশ
কয়েক দিন হলো পিতার অভাব বুঝতে পারছে। পথ চেয়ে থাকে কখন তার পিতা উপহার
নিয়ে বাড়ি আসবে। এ নিয়ে তার প্রশ্নের অন্ত নেই। সুনিতো বলেন, আস্তে আস্তে
তারা তার পিতার পরিণতির কথা তাকে জানাবেন, যাতে সে মানসিকভাবে প্রচ- হোঁচট
না খায়।
No comments