বিয়ের আগে যৌন সম্পর্ক, দম্পতিকে ১০০ বেত্রাঘাত
আফগানিস্তানে ১৯ ও ২১ বছরের এক দম্পতির প্রত্যেককে জনসমক্ষে ১০০ বেত্রাঘাতের দ- দেয়ার পর তা জনসমক্ষে কার্যকর করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিয়ের আগে শারীরিক সম্পর্ক গড়ার অভিযোগ রয়েছে। এ ঘটনা ঘটেছে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কাপিসা প্রদেশে। কোহিস্তান অঞ্চলের গভর্নর মোহাম্মদ ওসমান হাকিয়ার আহমাদি জানান, বহু মানুষ এ দৃশ্য দেখতে জড়ো হয়েছিলেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। ওই তরুণ-তরুণীকে ১ মাস আগে গ্রেপ্তার করা হয় এবং শরীয়াহ আদালতে দীর্ঘ বিচার শেষে প্রত্যেককে ১০০ বেত্রাঘাতের দ- প্রদান করা হয়। আহমাদি জানান, ইসলামী শরীয়াহ আইন অনুযায়ী, উভয়কেই শাস্তি দেয়া হয়েছে। কারণ, তারা দু’ জনই প্রাপ্তবয়স্ক। ওই তরুণ-তরুণী তাদের ওপর আরোপিত শাস্তি মাথা পেতে নিয়েছেন এবং এ দ-ের বিরুদ্ধে কোন আপিল আবেদন করবেন না বলে জানিয়েছেন। এদিকে ১০০ বেত্রাঘাতের দ- কার্যকর হওয়ার পর তারা নিজেদের সম্পর্ককে পবিত্র ও বৈধ করতে পরস্পরের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন।
No comments