‘টিপু সুলতান খুনি, তার বিচার চাই’ -সংবাদ সম্মেলনে ডা. মাহজাবিনের বাবা
যশোর-৫ (মণিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানকে ‘নরপিশাচ’ উল্লেখ করে ডা. মাহজাবিনের বাবা প্রকৌশলী নুরুল ইসলাম বলেছেন, আমার মেয়েকে খান টিপু সুলতান, তার স্ত্রী ডা. জেসমিন আরা বেগম ও ছেলে হুমায়ুন সুলতান সাদাব পরস্পর যোগসাজসে খুন করেছে। আমি এ খুনের বিচার চাই। বুধবার বেলা ১২টায় প্রেস ক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রকৌশলূ নুরুল ইসলাম এ সব কথা বলেন। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, ডা. শামারুখ মাহজাবিনের উচ্চতা ছিল পাঁচ ফুট আড়াই ইঞ্চি। এ মেয়ে পাঁচ ফুট উঁচু গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে কীভাবে আত্মহত্যা করে? তিনি বলেন, খান টিপু সুলতানের অনেক অপকর্মের স্বাক্ষী ছিলেন আমার মেয়ে। তার অনেক জালিয়াতির ডকুমেন্ট তার হস্তগত হয়। এই কারণে নিজের মুখোশ উন্মোচন হওয়ার আগেই সে আমার মেয়েকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে। প্রকৌশলী নুরুল ইসলাম মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, টিপু সুলতান অত্যন্ত প্রভাবশালী। সে ময়নাতদন্ত রিপোর্ট পক্ষে নেওয়ার জন্য ঢাকা মেডিকেলের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধানকে ভীষণ চাপ দিচ্ছে। এ অবস্থায় একমাত্র মিডিয়াই পারে সুবিচার নিশ্চিত করতে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইন সহায়তা কেন্দ্রের উপদেষ্টা জি বি আলম, বিএএফ শাহীন কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন, আইডিইবির সভাপতি প্রকৌশলী আবুল হোসেন প্রমুখ। উল্লেখ্য, ১৩ নভেম্বর রাজধানীর ধানমন্ডির ৬ নম্বর রোডের ১৪ নম্বর বাসভবনে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয় ডা. শামারুখ মাহজাবিনকে। গ্রীণ রোডের একটি বেসরকারী হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
No comments