সংসদে ডিসিসি নির্বাচনের দাবি
বিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন (উত্তর-দক্ষিণ) নির্বাচনের দাবি জানিয়ে সংসদে ৭১ বিধিতে চিঠি দিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। তিনি বলেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন না থাকায় লোকজন এদিক-ওদিক ছুটাছুটি করছে। তাই অবিলম্বে সিটি কর্পোরেশনের নির্বাচন দাবি করছি। বুধবার দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম কার্যদিবসে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে ৭১ বিধিতে এ সংক্রান্ত একটি নোটিশ দেন তিনি। সংসদে নোটিশটি পড়ার সময় তিনি এসব কথা বলেন। হাজী সেলিম বলেন, ঢাকা শহরের রাস্তা-ঘাট এবড়ো- থেবড়ো অবস্থা। দেখে মনে হয় মর্দ পায়ে হাঁটিয়া চলিল। বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা দ্বিতীয় অবস্থানে। এই শহরকে রক্ষা করতে নির্বাচিত প্রতিনিধি দরকার।
No comments