সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষে আহত ৮
সিদ্ধিরগঞ্জের বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি কাজকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সাইলো সড়কে বিদ্যুৎ কেন্দ্রের সামনে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ সহসভাপতি শফিক ও যুবলীগ নেতা হিমেলের নেতৃত্বাধীন গ্র“পের নেতাকর্মীদের মধ্যে সংঘটিত এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।
সিদ্ধিরগঞ্জের বিদ্যুৎ কেন্দ্রের পাশে কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট প্রজেক্টের ঠিকাদারি কাজ করে আসছিল সাত খুনের ঘটনায় নিহত নজরুল ইসলামের ভায়রা হুমায়ুন ও শ্যালক ছাত্রলীগ নেতা শফিক। অপরদিকে এ বিদ্যুৎ প্লান্টে কাজ পাওয়ার জন্য মরিয়া সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের শেল্টারে থাকা যুবলীগ নেতা হিমেল ও তার সহযোগীরা। মঙ্গলবার দুপুরে হিমেলের নেতৃত্বে শরিফ, সায়েমসহ ২০-২২ জন যুবলীগ কর্মী ওই বিদ্যুৎ প্লান্টের সামনে গিয়ে ঠিকাদারি কাজের জন্য বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এ সময় বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করছিল শফিকের সমর্থকরা। হিমেল গ্রুপ শফিক গ্রুপের ওপর হামলা চালায়। এতে শফিক গ্রুপের মাহাবুব, আ. আজিজ, সাইফুল ও আবদুর রব আহত হন। এ সময় শফিক গ্রুপের পাল্টা হামলায় হিমেল গ্রুপের শরিফ, সোহেল ও আবদুর রহমানসহ ৪ জন আহত হয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিদ্ধিরগঞ্জের বিদ্যুৎ কেন্দ্রের পাশে কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট প্রজেক্টের ঠিকাদারি কাজ করে আসছিল সাত খুনের ঘটনায় নিহত নজরুল ইসলামের ভায়রা হুমায়ুন ও শ্যালক ছাত্রলীগ নেতা শফিক। অপরদিকে এ বিদ্যুৎ প্লান্টে কাজ পাওয়ার জন্য মরিয়া সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের শেল্টারে থাকা যুবলীগ নেতা হিমেল ও তার সহযোগীরা। মঙ্গলবার দুপুরে হিমেলের নেতৃত্বে শরিফ, সায়েমসহ ২০-২২ জন যুবলীগ কর্মী ওই বিদ্যুৎ প্লান্টের সামনে গিয়ে ঠিকাদারি কাজের জন্য বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এ সময় বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করছিল শফিকের সমর্থকরা। হিমেল গ্রুপ শফিক গ্রুপের ওপর হামলা চালায়। এতে শফিক গ্রুপের মাহাবুব, আ. আজিজ, সাইফুল ও আবদুর রব আহত হন। এ সময় শফিক গ্রুপের পাল্টা হামলায় হিমেল গ্রুপের শরিফ, সোহেল ও আবদুর রহমানসহ ৪ জন আহত হয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
No comments