বরের বয়স ৮০ কনের ২৬
গণহত্যার দায়ে চার দশকেরও বেশি সময় লস অ্যাঞ্জেলেসের জেলে বন্দি চার্লস ম্যানসন। এখন তার বয়স ৮০ বছর। কিন্তু জেলে বসেই তিনি চুটিয়ে প্রেম করে চলেছে মাত্র ২৬ বছর বয়সী এক যুবতীর সঙ্গে। ম্যানসন বিয়ের লাইসেন্স পেয়েছে। ফলে তার চেয়ে ৫৪ বছরের ছোট ওই যুবতীকে এখন বিয়ে করতে যাচ্ছে সে। বিয়ে হবে জেলেই। এখনও বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়নি। গতকাল এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, ২৬ বছর বয়সী ওই যুবতী মাঝে মধ্যেই চার্লস ম্যানসনকে দেখতে যেতেন জেলে। সেখানেই তাদের প্রেম গড়ে ওঠে। চার্লস ম্যানসন তাকে বিয়ে করার জন্য গত ৭ই নভেম্বর লাইসেন্স চেয়ে আবেদন করে। সোমবার ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব কারেকশনস অ্যান্ড রিহ্যাবিলিটেশন বলেছে, ম্যানসনকে লাইসেন্স দেয়া হচ্ছে। উল্লেখ্য, ১৯৬৯ সালে ম্যানসন নৃশংসভাবে হত্যা করে বিখ্যাত পরিচালক রোমান পোলানস্কির অভিনেত্রী স্ত্রী শ্যারন টেট ও তার সঙ্গীদের। ওই সময় শ্যারন ছিলেন সাড়ে আট মাসের অন্তঃসত্ত্বা। এ ছাড়াও বেশ কিছু হত্যার দায়ে অভিযুক্ত ম্যানসন। এজন্য তাকে জেল দেয়া হয়। জেলে যাওয়ার আগে সে দু’বার বিয়ে করে। ১৯৫৫ সালে বিয়ে করা প্রথম স্ত্রীর নাম রোজালি জ্যঁ উইলিস। পরে ১৯৫৯ সালে বিয়ে করে ক্যান্ডি স্টিভেনসকে।
No comments