অবৈধভাবে মালয়েশিয়াগামীদের ৮৫ জন কারাগারে
বাংলাদেশে থেকে প্রায় ৬০০ যাত্রী নিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে আটক হওয়া ৮৫ জনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। এদের কয়েকজন মিয়ানমারের নাগরিক। পুলিশ জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার আইনে নৌবাহিনীর এক কর্মকর্তার মামলার পেক্ষাপটে ৮৫ জনকে আজ চট্রগ্রামের একটি আদালতে হাজির করা হয়। এর মধ্যে অবৈধ অনুপ্রেবেশের অভিযোগে ৮২ জনের বিরেুদ্ধে মামলা হয়েছে। এরা সবাই মিয়ানমারের নাগরিক। অন্যদিকে মানবপাচার আইনে বাংলাদেশের তিনজনসহ ১৭ জনকে আসিম করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন আটককৃতদের আইনি সহায়তা দিতে রেডক্রিসেন্ট আগ্রহ প্রকাশ করেছে। সোমবার গভীর সমুদ্রে টহলের সময় নৌবাহিনী জাহাজটিকে আটক করে। পরে মঙ্গলবার সন্ধ্যায় জাহাজটিকে চট্টগ্রামে নিয়ে আসে তারা। অবৈধ অভিবাসনের জন্য পাড়ি দেয়া একসাথে এত মানুষকে এর আগে আটক করা হয়নি।
No comments