৮০ বছরে কারাগারে বিয়ে- পাত্রী নাতনির বয়সী
৮০ বছরের চার্লস ম্যানসনকে বিয়ের অনুমতি দিয়েছে ক্যালিফোর্নিয়ার জেল কর্তৃপক্ষ। তা-ও আবার পাত্রী তার নাতনির বয়সী।
সংবাদসংস্থা এপি সূত্রে খবর, অভিনেত্রী শ্যারন টেট-সহ মোট পাঁচজনকে খুনের অভিযোগে ২০২৭ পর্যন্ত তাকে জেলে থাকতে হবে। সেই ম্যানসনকে বিয়ের অনুমতি দিয়েছেন মার্কিন কারা কর্তৃপক্ষ।
চার্লস ম্যানসন বিয়ে করতে চলেছেন ২৬ বছর বয়স্ক অ্যাফটন ইলাইন বার্টনকে। এই বার্টন গত নয় বছর ধরে বিভিন্ন মানবাধিকার সংগঠনের ওয়েবসাইটে ম্যানসনকে নির্দোষ বলে প্রমাণ করার প্রচার চালাচ্ছেন।
No comments