সীমান্ত চুক্তিতে মমতা রাজি তিস্তায় নন
বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত চুক্তি করার পথ অনেকটাই প্রশস্ত হয়েছে। সোমবার দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সীমান্ত চুক্তিতে তার দলের কোন আপত্তি নেই। তবে এই চুক্তির ফলে, যারা ক্ষতিগ্রস্ত হবেন তাদের উপযুক্ত ক্ষতিপূরণ ভারত সরকারকে দিতে হবে এবং সেটা রাজ্য সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমেই দিতে হবে। এত দিন তিস্তার মতো সীমান্ত চুক্তি নিয়ে মমতা অনড় অবস্থান নিয়েছিলেন। গত সরকারের আমলে রাজ্যসভায় বিলটি পেশ করার সময় তৃণমূল কংগ্রেস সদস্যরাই প্রবল আপত্তি জানিয়েছিল। তবে এখন মমতার এই সুর বদলের ফলে আগামী শীতকালীন সংসদ অধিবেশনে সীমান্ত চুক্তি সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলটি পাস করানো সহজ হবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। বিলটি বর্তমানে সংসদের স্ট্যান্ডিং কমিটিতে রয়েছে। কমিটি ইতিমধ্যেই বিলটি নিয়ে আলোচনা করে তা আগামী সংসদ অধিবেশনে পেশ করার জন্য ছাড়পত্র দিয়েছে। সেই মতোই সরকার বিলটি সংসদ অধিবেশনের প্রথম সপ্তাহেই পেশ করতে পারে। মমতা এদিন পরিষ্কার করেই বলেছেন, সীমান্ত চুক্তির অংশ হিসেবে ছিটমহল বিনিময়ে স্থানীয় মানুষের কোন আপত্তি না থাকলে আমারও কোন আপত্তি নেই। আমরা সমীক্ষা করে দেখেছি, স্থানীয় মানুষের কোন আপত্তি নেই। তারা কেবল উপযুক্ত ক্ষতিপূরণ চাইছেন। তবে ক্ষতিপূরণের ব্যাপারে মমতা জানিয়েছেন, শুনেছি স্ট্যান্ডিং কমিটিতে ক্ষতিপূরণের ব্যাপারে একতরফাভাবে কথা হয়েছে। কিন্তু এভাবে ভারত সরকার রাজ্যকে এড়িয়ে গিয়ে একতরফা কোন সিদ্ধান্ত নিতে পারে না। তবে সীমান্ত চুক্তিতে সায় দেয়ার কথা জানালেও তিস্তার পানি বণ্টন নিয়ে মমতা এখনও আগের অবস্থানেই অনড় রয়েছেন। তিনি বলেছেন, তিস্তার পানির সঙ্গে রাজ্যের স্বার্থের প্রসঙ্গটি জড়িত। অবশ্য মমতা তিস্তায় পানির প্রবাহ জানতে নদী বিশেষজ্ঞ কল্যাণ রুদ্রকে নিয়ে একটি কমিটি গঠন করেছিলেন। সেই কমিটি অনেক দিন আগেই রিপোর্ট সরকারের কাছে জমা দিলেও মমতা সে ব্যাপারে আর কোন উচ্চবাচ্য করেন নি। তবে মমতা অভিযোগ করেছেন, ভারত সরকার গোপনে ফারাক্কা দিয়ে পানি ছেড়েছে, তিস্তার পানিও ছেড়েছে। আর তিস্তার পানি বণ্টনে যে তার সায় এখনও নেই সেই ইঙ্গিতই তিনি দিয়েছেন। তবে মমতা দাবি করেছেন, গত ইউপিএ সরকারের আমলে তার সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হলেও এখন বাংলাদেশের সঙ্গে তার দল ও সরকারের সম্পর্ক মোটেই খারাপ নয়।
No comments