জলহস্তীর হামলায় ১২ স্কুলশিশু নিহত
নাইজারের রাজধানী নিয়ামেতে জলহস্তীর হামলায় ১২ শিশু প্রাণ হারিয়েছে। এতে এক গ্রামবাসীও নিহত হয়েছেন। নিহত ৭ মেয়ে ও ৫ ছেলে শিক্ষার্থীর বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে। একটি নৌকায় হামলা চালায় জলহস্তীটি। নৌকাটি নাইজার নদী পার হচ্ছিল। এ সময় জলহস্তীর হামলায় সেটি উল্টে যায়। ঘটনাস্থলে ১৩ জনের মৃত্যু হয়। নৌকাটিতে কমপক্ষে ১৮ আরোহী ছিল। ওই হামলায় বাকি ৫ জন বেঁচে যায়। রাষ্ট্রীয় টেলিভিশনকে এ তথ্য দিয়েছেন দেশটির মাধ্যমিক শিক্ষা বিষয়ক মন্ত্রী আইচাতোউ ওউমানি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। পশ্চিম আফ্রিকার এ দেশটিতে নদী পার হয়ে বহু শিশু শিক্ষার্থী স্কুলে যায়। দুর্ঘটনাস্থলের পাশের গ্রাম লিবোরের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই নৌকায় থাকা গ্রামের এক বাসিন্দাও প্রাণ হারিয়েছেন। এদিকে ওই জলহস্তীকে চিহ্নিত করে সেটিকে হত্যার নির্দেশ দিয়েছেন তিলাবেরি অঞ্চলের গভর্নর হাসুমি দাজাবিরোউ। গত বছর নিয়ামেতে এক টিএনএজ কিশোর জলহস্তীর হামলায় নিহত হওয়ায় প্রাণীটিতে গুলি করে মেরে ফেলা হয়।
No comments