ছোট খবর
মস্কো
ওবামা দুর্ভাগা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ‘দুর্ভাগা’ বলে অভিহিত করেছেন সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত জি২০ শীর্ষ সম্মেলনে ওবামার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেন গর্বাচেভ। ওবামার ব্যাপারে হতাশা প্রকাশ করে রাশিয়ার এ নেতা বলেন, ‘ওবামা একটি দুর্ভাগা লোক। এমন মাধ্যমপন্থা অবলম্বনকারীর পক্ষে কোনো কিছুই সুচারুরূপে করা সম্ভব নয়।’ প্রাভদা
ওয়াশিংটন
মেডেল পেলেন সেনাপ্রধান
‘ইউএস লিজন অব ম্যারিট’ ম্যাডেল এ ভূষিত হলেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল রাহেল শরিফ। সাহসী নেতৃত্ব, দূরদর্শিতা ও অঞ্চলের স্থিতিশীলতায় অবদান রাখার জন্য বুধবার তাকে এ মেডেল প্রদান করে আমেরিকান সেনাবাহিনী। এদিকে মেডেল প্রদানের পাশাপাশি গার্ড অব অনার অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাহেলকে গান স্যালুট প্রদান করে আমেরিকান সেনাবাহিনীর একটি চৌকস দল। ডন
নাইরোবি
মসজিদে অভিযান
কেনিয়ার বন্দর নগরী মোম্বাসার একটি মসজিদে বুধবার নতুন করে অভিযান চালিয়েছে পুলিশ। এর আগে সোমালিয়ায় আল কায়দার সহযোগী সংগঠন শেবাব জঙ্গি সমর্থকদের খুঁজে বের করতে মোম্বাসার অপর একটি মসজিদে অভিযান চালানো হয়। পুলিশ জানায়, বন্দর নগরী মোম্বাসার কিসাউনি জেলার একটি মসজিদে নতুন করে অভিযান চালানো হয়েছে। জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রিচার্ড নগাটিয়া বলেন, ‘একটি মসজিদে নিরাপত্তাজনিত কারণে অভিযান চালানো হয়েছে। এএফপি
নিউইয়র্ক
তুষার ঝড়ে নিহত ৪
নিউইয়র্কের বাফেলোয় মঙ্গলবার ব্যাপক তুষারঝড়ে চার জনের মৃত্যু হয়েছে। রেকর্ড পরিমাণ তুষারপাতের কারণে লোকজন গাড়ি ও বাড়িঘরে আটকা পড়েছে। কর্তৃপক্ষ একথা জানায়। নায়াগ্রার কাছে নগরীর দক্ষিণের অনেক এলাকায় ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে চার থেকে পাঁচ ফুট উচ্চতার তুষার জমে যায়। এএফপি
ওবামা দুর্ভাগা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ‘দুর্ভাগা’ বলে অভিহিত করেছেন সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত জি২০ শীর্ষ সম্মেলনে ওবামার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেন গর্বাচেভ। ওবামার ব্যাপারে হতাশা প্রকাশ করে রাশিয়ার এ নেতা বলেন, ‘ওবামা একটি দুর্ভাগা লোক। এমন মাধ্যমপন্থা অবলম্বনকারীর পক্ষে কোনো কিছুই সুচারুরূপে করা সম্ভব নয়।’ প্রাভদা
ওয়াশিংটন
মেডেল পেলেন সেনাপ্রধান
‘ইউএস লিজন অব ম্যারিট’ ম্যাডেল এ ভূষিত হলেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল রাহেল শরিফ। সাহসী নেতৃত্ব, দূরদর্শিতা ও অঞ্চলের স্থিতিশীলতায় অবদান রাখার জন্য বুধবার তাকে এ মেডেল প্রদান করে আমেরিকান সেনাবাহিনী। এদিকে মেডেল প্রদানের পাশাপাশি গার্ড অব অনার অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাহেলকে গান স্যালুট প্রদান করে আমেরিকান সেনাবাহিনীর একটি চৌকস দল। ডন
নাইরোবি
মসজিদে অভিযান
কেনিয়ার বন্দর নগরী মোম্বাসার একটি মসজিদে বুধবার নতুন করে অভিযান চালিয়েছে পুলিশ। এর আগে সোমালিয়ায় আল কায়দার সহযোগী সংগঠন শেবাব জঙ্গি সমর্থকদের খুঁজে বের করতে মোম্বাসার অপর একটি মসজিদে অভিযান চালানো হয়। পুলিশ জানায়, বন্দর নগরী মোম্বাসার কিসাউনি জেলার একটি মসজিদে নতুন করে অভিযান চালানো হয়েছে। জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রিচার্ড নগাটিয়া বলেন, ‘একটি মসজিদে নিরাপত্তাজনিত কারণে অভিযান চালানো হয়েছে। এএফপি
নিউইয়র্ক
তুষার ঝড়ে নিহত ৪
নিউইয়র্কের বাফেলোয় মঙ্গলবার ব্যাপক তুষারঝড়ে চার জনের মৃত্যু হয়েছে। রেকর্ড পরিমাণ তুষারপাতের কারণে লোকজন গাড়ি ও বাড়িঘরে আটকা পড়েছে। কর্তৃপক্ষ একথা জানায়। নায়াগ্রার কাছে নগরীর দক্ষিণের অনেক এলাকায় ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে চার থেকে পাঁচ ফুট উচ্চতার তুষার জমে যায়। এএফপি
No comments