উ. কোরিয়াকে আদালতে তুলবে জাতিসংঘ
উত্তর কোরিয়াকে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের একটি তদন্ত কমিটি। জাতিসংঘের অভিযোগ, সেখানে রাজনৈতিক নির্যাতনসহ বিভিন্ন রাষ্ট্রীয় অপরাধের ঘটনা ঘটছে। আর তাতে হাজার হাজার মানুষের প্রাণহানি হচ্ছে। এছাড়া দেশটিতে মানবাধিকার পরিস্থিতির ভয়াবহ বিপর্যয় ঘটেছে বলেও তারা অভিযোগ করেছে। এ নিয়ে জাতিসংঘ একটি প্রস্তাবও এনেছে। চলতি বছরের ফেব্র“য়ারিতে প্রকাশিত জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, উত্তর কোরিয়ার সাধারণ নাগরিকরা ‘অবর্ণনীয় স্বৈরাচারিতা’র শিকার হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের নির্দেশে গঠিত বিশেষজ্ঞ প্যানেল ওই তদন্ত প্রতিবেদন তৈরি করে। তদন্তে দাবি করা হয়েছে, উত্তর কোরিয়ায় ‘অবর্ণনীয় নির্যাতনের’ প্রমাণ পেয়েছে প্যানেল। প্রায় এক বছর ধরে তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে কয়েকশ’ পৃষ্ঠার এই তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ায় নির্যাতন, দাসত্ব, যৌন-সন্ত্রাস, ভয়াবহ রাজনৈতিক দমন-পীড়নসহ নানা অপরাধ সংঘটিত হয়েছে। মানবাধিকার কমিটির পাস করা এ প্রস্তাবটি সংস্থাটির সাধারণ অধিবেশনে ভোটাভুটির জন্য তোলা হবে।
No comments