মেরন সান স্কুল এন্ড কলেজ চকবাজার ক্যাম্পাস এর পিইসি পরীক্ষার্থীদের দিক নিদের্শনামূলক আলোচনা সভা
চট্টগ্রামের ক্লাসনির্ভর শিক্ষা প্রতিষ্ঠান মেরন সান স্কুল এন্ড কলেজ, চকবাজার ক্যাম্পাসএর পিইসি পরীক্ষার্থীদের শতভাগ সফলতা কামনায় দিক নিদের্শনামূলক আলোচনা সভা ও দোয়া মাহফিল গত ১৯ নভেম্বর স্কুল মিলনায়তনে দুপুরে অনুষ্টিত হয় । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ্। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদেশ্যে বক্তব্য রাখেন, মেরন সান স্কুল এন্ড কলেজ চকবাজার ক্যাম্পাসের উপাধ্যক্ষ রাজেশ কান্তি পাল,চীফ একাডেমিক কর্ডিনেটর সিহাব ইকবাল, ভিপি মনোয়ারা বেগম শিক্ষক শহিদুল ইসলাম আরবী, সুপর্না বিশ্বাস, পরীক্ষার্থী তাসমিম মোস্তাফা মিম প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মওলানা রহমত উল্লাহ আজাদ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষিকা স্বপ্না রানী দত্ত। পরে পিইসিই পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়। সভাপতির বক্তব্যে ড. অধ্যক্ষ মো. সানাউল্লাহ বলেছেন, সাফল্যে পৌঁছাতে হলে শিক্ষকের নীতিবাচক ও গুণবাচক দিকগুলোকে সামনে নিয়ে তাদের কথা অনুসারে পাঠ্যবই অনুসরণ ব্যতীত সাফল্য সম্ভব নয়। সেজন্য প্রত্যেক ছাত্রছাত্রীকে জীবনের উন্নয়ন ও শতভাগ সফলতার জন্য শিক্ষকের পরামর্শ ও পাঠ্যবইয়ের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে, পিইসি পরীক্ষা জীবনের প্রথম সোপান। এটিতে ভালো ফলাফল করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
No comments