পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করেও গাজাকে বশ করতে ব্যর্থ হয়েছি -ইসরাইলি জেনারেল
ইসরাইলের সেনাবাহিনীর এক জেনারেল স্বীকার
করেছেন, সম্প্রতি গাজা যুদ্ধে ইসরাইল তার সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ
হয়েছে। সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইয়াকুব এমিদরর বলেন, ফিলিস্তিনি
সংগঠনগুলো সীমিত সামরিক সামর্থ সত্ত্বেও ইসরাইল তার পূর্ন সামরিক শক্তি
প্রয়োগ করেও গাজা উপত্যকায় তাৎপর্যপূর্ণ কোনো সাফল্য অর্জন করতে ব্যর্থ
হয়েছে। ইসরাইলি বাহিনী সর্বাত্মক চেষ্টা চালিয়েও ফিলিস্তিনের প্রতিরক্ষা
লাইন ভাঙতে পারেনি। ইসরাইল হিউম পত্রিকায় এক প্রতিবেদনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফিলিস্তিনি যোদ্ধাদের হতবাক করে দেয়াটা ইসরাইলি বাহিনীর জন্য অসম্ভব ছিল। কারণ ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলি বাহিনীর জন্য ওঁৎ পেতে বসে ছিল। এর ফলে ইসরাইলি স্থলবাহিনী গাজা উপত্যকার খুব বেশি অভ্যন্তরে যেতে ভয় পেয়েছিল। তিনি সম্প্রতিক যুদ্ধ থেকে ইসরাইলকে শিক্ষা নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, হামাসের বিরুদ্ধে পরবর্তী যুদ্ধ হবে সম্পূর্ণ ভিন্ন।
তিনি বলেন, ফিলিস্তিনি যোদ্ধাদের হতবাক করে দেয়াটা ইসরাইলি বাহিনীর জন্য অসম্ভব ছিল। কারণ ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলি বাহিনীর জন্য ওঁৎ পেতে বসে ছিল। এর ফলে ইসরাইলি স্থলবাহিনী গাজা উপত্যকার খুব বেশি অভ্যন্তরে যেতে ভয় পেয়েছিল। তিনি সম্প্রতিক যুদ্ধ থেকে ইসরাইলকে শিক্ষা নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, হামাসের বিরুদ্ধে পরবর্তী যুদ্ধ হবে সম্পূর্ণ ভিন্ন।
সূত্র : মিডলইস্ট মনিটর
No comments