হংকংয়ে ছাত্রনেতা সরকার বৈঠক শুরু
তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভের পর অবশেষে বিক্ষুব্ধ ছাত্রনেতাদের সঙ্গে আলোচনায় বসেছেন হংকংয়ের উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারা। মঙ্গলবার সন্ধ্যায় তারা বৈঠকে বসেন। বৈঠকটি টেলিভিশন চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করা হয়। হংকংয়ে ২০১৭ সালের প্রশাসক নিয়োগের প্রক্রিয়া নিয়ে ব্যাপক অস্থিতিশীলতা বিরাজ করছে।
গণতন্ত্রপন্থী বিক্ষোভকারী তথা হংকংয়ের বেশিরভাগ মানুষই চাচ্ছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাভুটির মাধ্যমে প্রশাসক নির্বাচিত করতে। তবে, চীনের কেন্দ্রীয় সরকার চায়, ভোটাভুটি গণতান্ত্রিকভাবেই হবে, কিন্তু যারা নির্বাচনে অংশ নেবেন তাদের বেইজিংয়ের অনুমোদনপ্রাপ্ত হতে হবে। অর্থাৎ যেসব ব্যক্তি বেইজিংয়ের আস্থাভাজন কেবল তারাই নির্বাচন করতে পারবেন। তার মানে যে-ই নির্বাচিত হোক না কেন বেইজিংয়ের কোনো মাথাব্যথা থাকছে না। আর এটা নিয়েই বিপত্তি। হংকংয়ের অধিবাসীরা বেইজিংয়ের এই আধিপত্যশীল নীতিকে মেনে নিতে পারছে না। এদিকে, চীন বলেছে হংকংকে অনেক ছাড় দেয়া হয়েছে।
No comments