এশিয়ান গেমসের অন্যতম আকর্ষণ কনডম!
দক্ষিণ কোরিয়ার ইনচনে চলছে এশিয়ান গেমস৷
৪৫ দেশের প্রায় দশ হাজার ক্রীড়াবিদ এবার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন৷ তবে
এবারের গেমসে নাকি এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে কনডম!
হ্যাঁ, বার্তা সংস্থা এএফপি এমনই একটি খবর পরিবেশন করেছে৷ গেমসের আয়োজকদের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, অ্যাথলিট ও কর্মকর্তাদের মাঝে প্রতিদিন পাঁচ হাজার করে কনডম দেয়ার পরিকল্পনা করা হয়েছে৷ এই কর্মসূচির প্রথম তিনদিন সম্পর্কে আয়োজক চই হাইউং-দায়ে এএফপিকে বলেন, প্রতিদিন যে পাঁচ হাজার কনডম দেয়ার কথা সেগুলো বিতরণ শুরু করার পর খুব তাড়াতাড়িই শেষ হয়ে যাচ্ছে
তাই বলে যে সবাই একের অধিক যৌনকর্মে জড়িয়ে পড়ছেন তা মনে করেন না হাইউং-দায়ে৷ তাঁর ধারণা, অনেক অ্যাথলিট হয়ত স্যুভেনির মনে করে কনডমগুলো নিচ্ছেন, কারণ কনডমের প্যাকেটের গায়ে গেমসের লোগো রয়েছে৷
উল্লেখ্য, এশিয়ান গেমসের মতো বড় ক্রীড়া আসরে কনডম বিতরণের বিষয়টি অনেকদিন থেকেই প্রচলিত৷ এবার ইনচন গেমসে প্রায় এক লক্ষ কনডম বিতরণের পরিকল্পনা রয়েছে৷
এর আগে ২০১২ সালের লন্ডন অলিম্পিকে প্রায় দেড় লক্ষ, ১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিকে প্রায় ৫০ হাজার এবং ১৯৮৮-র সৌল অলিম্পিকে সাড়ে আট হাজার কনডম দেয়া হয়েছিল৷ কনডমের প্রতি অ্যাথলেটদের এই আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছেন ইনচন গেমসের আয়োজকরা৷ তাঁরা বলছেন, কনডম যেমন এইডস সহ অন্যান্য যৌন সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারে, তেমনি দক্ষিণ কোরিয়ায় উৎপাদিত এই কনডমের মান সম্পর্কেও জানতে পারছে বিশ্ববাসী৷
সুত্র- DW
হ্যাঁ, বার্তা সংস্থা এএফপি এমনই একটি খবর পরিবেশন করেছে৷ গেমসের আয়োজকদের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, অ্যাথলিট ও কর্মকর্তাদের মাঝে প্রতিদিন পাঁচ হাজার করে কনডম দেয়ার পরিকল্পনা করা হয়েছে৷ এই কর্মসূচির প্রথম তিনদিন সম্পর্কে আয়োজক চই হাইউং-দায়ে এএফপিকে বলেন, প্রতিদিন যে পাঁচ হাজার কনডম দেয়ার কথা সেগুলো বিতরণ শুরু করার পর খুব তাড়াতাড়িই শেষ হয়ে যাচ্ছে
তাই বলে যে সবাই একের অধিক যৌনকর্মে জড়িয়ে পড়ছেন তা মনে করেন না হাইউং-দায়ে৷ তাঁর ধারণা, অনেক অ্যাথলিট হয়ত স্যুভেনির মনে করে কনডমগুলো নিচ্ছেন, কারণ কনডমের প্যাকেটের গায়ে গেমসের লোগো রয়েছে৷
উল্লেখ্য, এশিয়ান গেমসের মতো বড় ক্রীড়া আসরে কনডম বিতরণের বিষয়টি অনেকদিন থেকেই প্রচলিত৷ এবার ইনচন গেমসে প্রায় এক লক্ষ কনডম বিতরণের পরিকল্পনা রয়েছে৷
এর আগে ২০১২ সালের লন্ডন অলিম্পিকে প্রায় দেড় লক্ষ, ১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিকে প্রায় ৫০ হাজার এবং ১৯৮৮-র সৌল অলিম্পিকে সাড়ে আট হাজার কনডম দেয়া হয়েছিল৷ কনডমের প্রতি অ্যাথলেটদের এই আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছেন ইনচন গেমসের আয়োজকরা৷ তাঁরা বলছেন, কনডম যেমন এইডস সহ অন্যান্য যৌন সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারে, তেমনি দক্ষিণ কোরিয়ায় উৎপাদিত এই কনডমের মান সম্পর্কেও জানতে পারছে বিশ্ববাসী৷
সুত্র- DW
No comments