কালকাতার পল্লীর সুর সম্মাননা পুরস্কার পেলেন শিক্ষা গবেষক ড. অধ্যক্ষ মো. সানাউল্লাহ
১৩ সেপ্টেম্বর, ২০১৪ ইং বিকেলে কলকাতার বাড়ইপুর কমলা ক্লাব মিলনায়তনে মননশীল সাহিত্য সংস্কৃতি পত্রিকা ‘পল্লীর সুর’ ও ‘সুপ্রভাত সাহিত্য’ সংস্থার বর্ষপূর্তি উপলক্ষ্যে সংবর্ধনা সভায় বাংলাদেশের বিশিষ্ট পরিবেশ ও শিক্ষা গবেষক ড. অধ্যক্ষ মো. সানাউল্লাহ ‘পল্লীর সুর এ্যাওয়ার্ড ২০১৪’ লাভ করেছেন। বাড়ইপুর পৌরসভার পৌরপিতা এ্যাডভোকেট হাফিজুর রহমান ও অনুষ্ঠানের সভাপতি সাহিত্যিক গবেষক হরেন্দ্রনাথ চক্রবর্তী এই সম্মাননা ক্রেস্ট ড. সানাউল্লাহ এর হাতে তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পল্লীর সুর এর সম্পাদক সুব্রত হালদার, মিনতি রাণী ঘোষ, সাহিত্যগুণরত্ন অমরেশ মুখোপাধ্যায়, কবি সমরেন্দ্র দাশ গুপ্ত, বাংলাদেশি প্রতিনিধি দলের সোহেল মো. ফখরুদ-দীন, আসিফ ইকবাল, বরুণ কুমার আচার্য্য, দেশরতœ পরিষদের মো. শাহজাহান, আবৃত্তি শিল্পী মসরুর হোসেন, ভারতের আলোর দিশার সম্পাদক আবদুর রাজ্জাক খান, সু-স্বাগতম দেওয়ালা পত্রিকার সম্পাদক এ্যাডভোকেট রাজু মিস্ত্রী, সাহিত্য পত্রিকার তরঙ্গ এর সম্পাদক লিটন রাকিব, লেখক গবেষক সঞ্জীব কুমার রাহা প্রমুখ। এদিকে বিশিষ্ট শিক্ষাবিদ ও মেরন সান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ড. মো. সানাউল্লাহ কলকাতার পল্লীর সুর সম্মাননা পুরস্কার লাভ করায় শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ সহ কলেজ পরিচালনা কমিটির সদস্য বৃন্দ এক যুক্ত বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন।
No comments