শীর্ষে সানি লিওন!
বলিউডে
এসেই পেয়ে গেছেন অন্যরকম জনপ্রিয়তা। এ বছর গুগলে সার্চের ক্ষেত্রে সালমান
খান, ক্যাটরিনা কাইফ, ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে দিয়েছেন
তিনি। সার্চ লিস্টে শীর্ষে থাকা তিনি হলেন সানি লিওন। গুগল ইন্ডিয়ার এক
জরিপে দেশটির সার্চ ট্রেন্ডে এ তথ্য উঠে এসেছে। এবার গুগল সার্চ লিস্টে
জনপ্রিয় ব্যক্তিত্ব তালিকায় প্রথম সানি লিওন, দ্বিতীয় সালমান খান, তৃতীয়
ক্যাটরিনা কাইফ, চতুর্থ দীপিকা পাড়ূকোন এবং পঞ্চম অবস্থানে রয়েছেন বলিউড
কিং শাহরুখ খান। এরপর রয়েছেন গায়ক হানি সিং, তেলেগু এবং তামিল অভিনেত্রী
কাজল আগারওয়াল, কারিনা কাপুর, শচীন টেন্ডুলকার এবং পুনম পান্ডে। শাহরুখ খান
অভিনীত 'চেন্নাই এক্সপ্রেস'সহ তালিকার শীর্ষস্থানে আছে বলিউডের হিট
ছবিগুলো এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ। তালিকায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের পরে
রয়েছে বলিউড সিনেমা 'আশিকি টু', হোয়াইল ইউদাই, জন ওয়াকার এবং জিয়া খান।
নিউজ ক্যাটাগরিতে সার্চ লিস্টে শীর্ষে রয়েছেন বিজেপির প্রধানমন্ত্রী
পদপ্রার্থী নরেন্দ্র মোদি। এর পরেই রয়েছেন ব্ল্যাকবেরি ফোন, রাহুল দ্রাবিড়,
সাইনা নেওয়াল এবং ভিজয় মাল্লা। টপ অনলাইন শপিং সাইটের তালিকায় রয়েছে
ফ্লিপকার্ট এবং ওএলএক্স। মোবাইলের মাধ্যমে সার্চের ক্ষেত্রে সবচেয়ে বেশি
এগিয়ে রয়েছে রেস্টুরেন্ট, বার, মুভি, কফি ও ক্রিকেট স্কোর। এ ছাড়া বেড়ানোর
জায়গা হিসেবে সার্চে শীর্ষে রয়েছে ম্যাকাও, মালদ্বীপ, মরিসাস, বস্টন,
দুবাই, আমস্টারডাম এবং সিঙ্গাপুর।
No comments