ঐশ্বরিয়ার নাম বিভ্রাট ও বচ্চনদের বাড়িতে পাহারা
শুধু
মুম্বাই নয়, ভোটার তালিকা অনুযায়ী ছত্তিশগড়ের ঘুঘরি গ্রামেরও বাসিন্দা
ঐশ্বরিয়া রাই বচ্চন! এ তথ্য জেনে তাজ্জব সেখানকার জেলা শাসক। গত রোববার
যশপুরের কালেক্টর এলএস কেন জানান, পাথালগাঁও বিধানসভা কেন্দ্রের ভোটার
তালিকায় তার নাম রয়েছে। ভোটার তালিকার ছবিতেই স্পষ্ট অন্য কোনো ঐশ্বরিয়া
নন, ইনি অভিষেক-ঘরণি, সাবেক বিশ্বসুন্দরী। কীভাবে এটা হলো তা জানতে তদন্তের
নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির
বিক্ষোভের আশঙ্কায় গত রোববার মুম্বাই পুলিশ কড়া নিরাপত্তায় মুড়ে রাখে
ঐশ্বরিয়ার শ্বশুর অমিতাভ বচ্চনের তিনটি বাংলো জলসা, প্রতীক্ষা ও জনক। এ
কারণে বাড়িগুলোর আশেপাশে জনসাধারণের চলাফেরা নিষিদ্ধ করা হয়। মহারাষ্ট্র
নবনির্মাণ সেনা-প্রধান রাজ থাকরের সঙ্গে সম্প্রতি একমঞ্চে উপস্থিত হয়ে
অমিতাভ উত্তর ভারতকে অপমান করেছেন বলে অভিযোগ এসপি নেতার।
No comments