সৌদিতে আরো চার মাসের জীবন পেল ফিলিপিনো শ্রমিক
সৌদি আরবে ফিলিপাইনের একজন শ্রমিকের মৃত্যুদণ্ড কার্যকরের কয়েক ঘণ্টা আগে তাঁকে রক্তমূল্য পরিশোধে আরো চার মাস সময় দেওয়া হয়েছে। জোসেলিতো জাপান্তা নামের ওই শ্রমিক ২০০৯ সালে সালাহ ইব্রাহিম নামের সুদানি এক গৃহকর্তাকে হত্যার দায়ে দণ্ডিত হয়েছেন। গত বুধবার তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল।
তবে ফিলিপাইন সরকার রক্তমূল্যের অর্থ পরিশোধে সময়ের আবেদন করলে সৌদি সরকার তা মঞ্জুর করে। এ অবস্থায় জাপান্তার পরিবার ১০ লাখ ডলার জোগাড়ে আরো চার মাসের সময় পেল। ফিলিপাইন সরকারের মুখপাত্র পল হার্নান্দেজ জানান, সৌদি সরকার চার মাস সময় দিয়েছে। জাপান্তার পরিবারকে এই সময়ের মধ্যে এ অর্থ সংগ্রহ করতে হবে।
সৌদি আইন অনুযায়ী হত্যার শিকার ব্যক্তির পরিবার হত্যাকারীর কাছে রক্তমূল্য (ক্ষতিপূরণ বাবদ অর্থ) দাবি করতে পারে। হত্যাকারী ব্যক্তির পরিবার তা দিতে সম্মত হলে সাজা স্থগিত করা হয়। ইব্রাহিমের পরিবার রক্তমূল্যের পরিবর্তে জাপান্তার মৃত্যুদণ্ডের দাবি থেকে সরে এসেছে। সূত্র : টেলিগ্রাফ।
সৌদি আইন অনুযায়ী হত্যার শিকার ব্যক্তির পরিবার হত্যাকারীর কাছে রক্তমূল্য (ক্ষতিপূরণ বাবদ অর্থ) দাবি করতে পারে। হত্যাকারী ব্যক্তির পরিবার তা দিতে সম্মত হলে সাজা স্থগিত করা হয়। ইব্রাহিমের পরিবার রক্তমূল্যের পরিবর্তে জাপান্তার মৃত্যুদণ্ডের দাবি থেকে সরে এসেছে। সূত্র : টেলিগ্রাফ।
No comments